ছোট মাকে ছাড়া বিসর্জন দেওয়া যায় না বড় মাকে, বালিগড়ির দুই বোনের পুজোয় ভিড় করেন বহু মানুষ
তারকেশ্বর থানার বালিগোড়ি(১) পঞ্চায়েত এলাকায় দুই বোনের পুজো দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। কালীপুজোর অমাবস্যায় মনস্কামনা পূরণে হাজার হাজার মানুষ মায়ের পুজো দেখতে আসেন।
বালিগোড়ির বড় মায়ের মন্দির আনুমানিক ২৫০ বছরের পুরনো। এই মন্দিরের পুরোহিত শান্তনু চোংদার। বংশানুক্রমিক ভাবে তিনি এই পুজো করে আসছেন। আগে বালিগোড়ির ২২ নং গেটের কাছে পুজো হতো বড় মায়ের পুজো হতI
তারপরে দত্তবাড়ির কর্তারা স্বপ্নাদেশ পাওয়ায় সেখানে মন্দির গড়ে তোলেন, যেখানে লক্ষ্মীনারায়ণ দত্ত ও কটিরাম দত্তের উত্তরসূরীরা পুজো দেন। পুজোর দিন পরিবারের সকলে একত্রিত হয়। বড় মায়ের পুজো শুরু হওয়ার পর সেখানে নিয়মনিষ্ঠা মেনে শুরু হয় ছোট মায়ের পুজো।
মায়ের মূর্তি তৈরীর সময় সারাদিন অন্নভোগ মুখে না তুকে মূর্তি তৈরী করতে হয়। ছোট মায়ের পুজো করতেন তপসিলি জাতি, উপজাতির মানুষেরা৷ শোনা যায় একবার ছোটমায়ের পুজো সম্ভব হয়নি, সেবার কিছুতেই বিসর্জনের জন্য বড় মায়ের মূর্তি তোলা যায়নি, অগত্যা ছোট মায়ের কাঠামো আনার পরই বিসর্জন দেওয়া সম্ভব হয়। ছোট কালী মা এবং বড় কালী মায়ের বিসর্জন দেখতে ভিড় করে প্রচুর মানুষ।