মেয়েরা কেন শিবলিঙ্গ পূজো করেন? জেনে নিন কারনটা
ভারতবর্ষে হিন্দুদের মধ্য প্রচলিত কথা, মেয়েরা শিবের মত বর চায়। কিন্তু কেন, কেন তারা শিবের মতই বর চান? আরও তো অনেক দেবতা – ব্রহ্মা, বিষ্নু অনেকেই তো আছেন! সত্যিই এটা একটি রহস্যের বিষয়।
পৃথিবীতে প্রত্যেকটার মেয়ের স্বপ্ন তার স্বামী তার মনের মত হবে, তার সব কথা শুনবে, তাকে সর্বদা সাপোর্ট করবে এবং যথেষ্ট সম্মান করবে।কিন্তু কখনও কী সব ইচ্ছে পূরন হয়?
সে পূরন হোক বা না হোক, ওসব বাদ দিয়ে মেয়েরা ভগবানের কাছে শিবের মত স্বামী প্রার্থনা করে।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শিবের ভক্তরা অধিকাংশই অবিবাহিত মহিলারা। শিবরাত্রীর দিনে অবিবাহিত মহিলারা সকাল থেকে উপোস খরে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন এবং তাঁর মত বর প্রার্থনা করেন।
পৃথিবীর সমস্ত মেয়েরাই চায় যার সঙ্গে তার বিয়ে হবে সে যেন অত্যন্ত সাহসী হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে যেন পিছপা না হয়।
হিন্দুশাস্ত্রে শিব হলেন একমাএ সাহসী দেবতা, যার সাহস নতুন করে কিছু বলার নেই। বিভিন্ন শাস্ত্রকথায় জানা যায়, কীভাবে তিনি সৃষ্টিতে মেতেছেন আর কীভাবে তিনিদুষ্টেরও দমন করেছেন।
মেয়েদের তার মত পুরুষ সর্বদা পছন্দের যে তার অনুভূতিগুলোকে প্রাধান্য দেবে।
ভগবান শিব হলেন এমনই একছন দেবতা যিনি দেবতা অসুরের মধ্য কৌন পক্ষপাতিত্ব করেননি।সবসময় সবার ভালো চেয়ে গেছেন।
শাস্ত্র থেকে জানা যায়, তিনি অনেক সাংসারিক দুঃখকষ্ট ভোগ করেছেন কিন্তু তা সত্বেও নিয়তির বিধানকে অস্বীকার করেননি।
দেবাদিদেব কতটা শান্ত স্বভাবের মানুষ সেটা আমরা প্রত্যেকেই জানি। পরিস্থিতি যতই বাজে আসুক না কেন, ঠান্ডা মাথায় সমস্ত রকম বাধা বিপত্তি দূর করেন।
এসব কারনেই হয়ত সারাদিন মেয়েরা উপোস করে বাবা শিবের মাথায় জল ঢেলে এই বরগুলি প্রার্থনা করেন। কিন্তু নিয়তিকে তো মেনে নিতেই হবে। কজনের কপালেই বা সেই সৌভাগ্য জোটে?
তবে প্রার্থনা করতে আপত্তি কোথায়!