হাওড়ার বেলুড়ে রবিনসন স্ট্রিটের ছায়া, জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়।
বুধবার দুপুরে দুই বৃদ্ধ ও বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। যাদের নাম মনরঞ্জন সেন (৮০) ও রত্না সেন (৭৫)। সম্পর্কে তারা ভাই-বোন। ঘটনাটি ঘটেছে হাওড়ায় বেলুড়ে ৫ং লালবাবু শায়র রোডে।
ওই বাড়িতে ওই দুই ভাই বোনের সাথে আরও এক বোন থাকতেন। তিনি ভারসাম্যহীন। সকলেই ছিলেন অবিবাহিত।
প্রায় সাত দিন ধরেই দেখা যাচ্ছিল না কোনো ভাই বোন কেই। বুধবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহের বশবর্তী হয়ে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উদ্ধার করে মৃত দুই ভাই বোনের দেহ। আরেক বোন যিনি মানসিক ভারসাম্যহীন তার নাম অনিতা সেন , তাকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঠিক কি কারণে দুই ভাইবোনের মৃত্যু বোঝা না গেলেও মনে করা হচ্ছে বার্ধক্যজনিত কারণেই মৃত্যু।
বৃদ্ধ মনরঞ্জন সেন তার দুই বোনকে নিয়ে থাকতেন লালবাবু শায়র রোডের ওই বাড়িতে। বেশ কয়েকদিন ধরে ওই বাড়ির কাউকে দেখতে না পেয়ে এলাকার মানুষদের সন্দেহ হয়, বুধবার বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ায় সাথে সাথে পুলিশকে ফোন করে স্থানীয় বাসিন্দারা।
বুধবার বিকেল ৫ টা নাগাদ বেলুড় থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে দরজার তালা ভেঙ্গে দোতলায় গিয়ে উদ্ধার করেন জোড়া মৃতদেহ। পাশেই খাটে শুয়ে ছিলেন ভারসাম্যহীন আরেক বোন, সে বুঝতেও পারেননি তার দাদা ও দিদি মৃত। তার অবস্থা দেখে বেলুড় থানার পুলিশ তাকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বেলুড়ে কোথা থেকে এলো ভাই বোনের পচাগলা মৃতদেহ… এলাকায় চাঞ্চল্য
- Advertisment -