মনের সমস্ত কামনা বাসনা পূরণ করতে, ঘরে শান্তি ফিরিয়ে আনতে মা তারার পূজো করুন। সবরকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে, সংসারে সুখ ফেরাতে মা তারা আপনার সহায় থাকবেন। মা তারাকে আমরা অনেক রূপে দেখি যেমন- উগ্রতারা, একজোড়া তারা, বশ্যাতারা, কুরুকুল্লা, মহশ্রী ইত্যাদি। যদি মনে করেন হিন্দু ধর্মেই মা কে পূজো করা হয় তেমন নয়, বৌদ্ধ ধর্মেও মাকে পূজো করা হয়।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠে মা তারার পুজোর স্থান। প্রাচীন শাস্ত্র ও পুরান অনুযায়ী মা তারা শ্যামবর্ণ ও কলরুপিনি নামে পরিচিত। প্রত্যেক কৌশিকী অমাবস্যায় মা কে পূজো করা হয়।
কথায় আছে এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের পূজো করলে মনের সমস্ত বঞ্চনা পূর্ণ হয়। কিন্তু সবসময় মায়ের মন্দিরে যাওয়া সম্ভব না হলে বাড়িতে মায়ের মূর্তি বা ছবি স্থাপন করে 108 টি শ্বেতপদ্ম দিয়ে মায়ের আরাধনা করতে পারেন, তাহলে মায়ের কৃপদৃষ্ঠি আপনার ওপর সর্বদা সহায় হবে এবং আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।