মানবতার চিত্র ফুটে উঠল ধুপগুড়িতে। অসহায় তিন ভাইবোনের পাশে দাঁড়ালেন ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। অসহায় তিন ভাই বোন অনাথ, খুব কষ্ট করে দিন চলে তাদের। তাদের দিদার আশ্রয় কোন মতে বেঁচে আছে অসহায় তিন ভাই বোন।
ধুপগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ রায় পথ দুর্ঘটনায় মারা যায় , এর কিছুদিন পর তার স্ত্রী ও মারা যায়। তারপর থেকে অনাথ হয়ে পড়ে তিন ভাই বোন। এরপর তারা তাদের দিদার কাছে চলে আসে। ঘটনার খবর জানতে পারেন ধুপগুড়ি থানার আইসি অজয় তুঙ্গা।
এদিন তিনি তাদের সাথে দেখা করতে যান। অনেকক্ষণ অসহায় তিন ভাইবোন ও তাদের দিদার সাথে কথা বলেন।
পড়াশোনার সামগ্রী বাচ্চাগুলোর হাতে তুলে দেন। পাশাপাশি কিছু অর্থ তিনি তাদের হাতে তুলে দেন। এখানেই শেষ নয় ভবিষ্যতে সব রকম সুবিধা অসুবিধা হয় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে দেন।
স্বাভাবিকভাবেই খুশি অনাথ বাচ্চা গুলো। একরাশ অন্ধকারের মধ্যে কিছুটা আলোর হদিশ পেল তারা।
সূত্র :- কুশল দাশগুপ্ত, উত্তরবঙ্গ