জনপ্রিয় বাঙালি অভিনেতা
সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একটি নাম যে সিনেমা জগতকে অনেক কিছু দিয়েছে, শুধু সিনেমাতেই নয় তাঁর অবদান সাহিত্যক্ষেত্রেও।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্ম। তার বাবার নাম মোহিতকুমার চট্টোপাধ্যায় এবং মায়ের নাম আশালতা চট্টোপাধ্যায়।
ছেলেবেলা তার কেটেছে নদিয়া জেলার কৃষ্ণনগরে, এরপর বাবা মা এর হাত ধরেই নাট্যজগতে পা রাখা।
তখন কলেজে পড়েন, প্রখ্যাত সব নাট্যব্যক্তিত্বের সাথে মঞ্চাভিনয় শুরু করে দেন।
চলচ্চিত্র জগতে আসার আগে কাজ করতেন
কলকাতার আকাশবাণী ভবনে। প্রথম চলচ্চিত্রে অভিষেক ১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘ অপুর সংসারে’ র মাধ্যমে।
সত্যজিৎ রায়ের মোট ১৪ টি ছবিতে তাকে দেখা যায়। ‘দেবী’,’সোনার কেল্লা’,’জয় বাবা ফেলুনাথ’,’হীরক রাজার দেশে’,’গণশক্তি’ এবং আরও বেশ কয়েকটি ।
মৃণাল সেন,তরুণ মজুমদার,তপন সিনহা,ঋতুপর্ণ ঘোষ, এছাড়াও বহু নামজাদা পরিচালকের সাথে তিনি কাজ করেছেন।
প্রচুর সিনেমায় নিজেদের অভিনয়ে তিনি মুগ্ধ করেছেন সকলকে। পেয়েছেন প্রচুর পুরষ্কার।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সবচেয়ে কাছের তার কন্যা পৌলমী বসু। পৌলমী বসু স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব।
তার মেয়ে ভীষণ বাবাভক্ত, এবং কন্যার জন্য আরও দীর্ঘজীবি হতে চান তিনি, সহজে এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে চান না জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।