বর্তমান সমাজে অর্থনৈতিক স্বচ্ছলতা সঠিক ভাবে না থাকলে বহু প্রতিভা থাকলেও তা প্রকাশ করবার পরিসর বা সুযোগ সবসময় থাকেনা সকলের কাছে। তাও বর্তমানে সোশ্যাল মিডিয়া সহায়তায় সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে, যার জেরে মাঝেমধ্যে বহু আনকোরা প্রতিভা দেখার সুযোগ হয় আমাদের। যেমন উদাহরণ হিসেবেই বলতে গেলে রানু মন্ডল, বাদাম কাকু ইত্যাদি. ফেসবুক ইনস্টাগ্রাম এইসকল সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন সচক্ষে হাজারো ভাইরাল ভিডিও দেখতে পাওয়া যায়।
কখনও হাসি মজার তো আবার কখনো আজব আজব কাণ্ডকারখানার ভিডিও চোখে পড়তেই থাকে এই সকল ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। তবে, এরই মাঝে কিছু প্রতিভাবান মানুষের ভিডিও থাকে যা মুগ্ধ করে দেয় সকলকে। প্রতিভা বলতে যে শুধুমাত্র নাচ বা গান তা কিন্তু নয়, বিভিন্ন রকমের প্রতিভার খোঁজ মেলে এই সকল সোশ্যাল মিডিয়াগুলোতে। এই যেমন ধরুন কেউ ভালো গান গাইতে পারে, তো আবার কেউ গলা দিয়েই নানান পশু পাখির ডাক ডাকতে পারে।
এমনই এক প্রতিভাবান পথশিশুর দেখা মিলল সোশ্যাল মিডিয়ার দৌলতে। তার প্রতিভায় মুগ্ধ সমস্ত নেটপাড়া। গায়ে তার মলিন পোশাক, অথচ মুখে এক গাল হাসি। এই মুহুর্তে ভাইরাল গানের তালিকায় প্রথমেই উঠে আসে দক্ষিণী ছবি পুষ্পা ছবির সমস্ত গান। এবার এই বাচ্ছাটি আল্লুঅর্জুন অভিনীত পুষ্পা ছবির শ্রীভল্লি গান গেয়েই আল্লু অর্জুনের সিগনেচার স্টেপ করে দেখালো।