একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর
একশো দিনের কাজে দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃনমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের মির্জাপুর বাকিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাদের অভিযোগ তৃনমুল নেতারা ঘনিষ্ঠ লোকেদের কাজ না করিয়ে তাদের নাভে ভাস্টার রোলে ঢুকিয়ে টাকা ঢুকিয়ে দুর্নীতি করছে। অন্যদিকে একশোদিনের কাজের শ্রমিকদের দৈনিক ১৮০ টাকার বিনিময়ে ১৩০ টাকা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সুপার ভাইজার বুদ্ধদেব পাত্র গ্রামবাসিদের অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, স্থানীয়তৃনমুল নেতাদের চাপে পড়ে যাদের ঢোকানো হয়েছে তারা ১০০ দিনের কাজ করেনি। তবে শ্রমিকদের ১৮০ টাকার বিনিময়ে ১৩০ টাকা করে দেওয়া হচ্ছে। ঘটনায় গ্রাম পঞ্চায়েত মুখ খোলেননি। এক স্থানীয় বাসিন্দা সবিতা সাঁতরা জানান, গ্রামবাসীদের থেকে অভিযোগ শুনে সুপারভাইসারের কাছে জানিয়েছি। যদি কোন দুর্নীতি করা হয় তার কাগজপত্রও যেন অবশ্যই বের করে দেওয়া হয়।