Home গোপনীয় কেন ওরাল সেক্স ক্ষতিকারক জেনে নিন...

কেন ওরাল সেক্স ক্ষতিকারক জেনে নিন…

কেন ওরাল সেক্স ক্ষতিকারক জেনে নিন

অত্যাধিক ওরাল সেক্সের ফলে হতে পারে ব্যাকটেরিয়াল সংক্রমণ, কারণ ওয়াল সেক্সের মাধ্যমে মেয়েদের যৌনাঙ্গে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বাসা করে যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় বিভি।

তবে এই বিভি অনেক সময় হয় উপসর্গহীন। অনেকেই ভালো করে মুখ ধোয় না ফলে মুখে থাকে অনেক বাজে ব্যাকটেরিয়া, ফলে মুখের লালা থেকে হয় জীবানুর সংক্রমণ, যা যোনিতে গেলে ক্ষতিকারক হতে পারে।
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বা বিভি সিরিয়াস রোগ নয় তবে যেসব বিভিতে আক্রান্ত হলে অন্যান্য যৌনরোগ হওয়ার সম্ভাবনা থাকে, সংক্রমণ দেখা দিতে পারে মূত্রনালিতে।
সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতিকারক এই সংক্রমণ।

ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হলে যোনি থেকে নিঃসৃত রসে থাকে আঁশটে গন্ধ। যোনি থেকে যে স্বাভাবিক রস বের হয় তার রঙ এবং ঘনত্ব পালটে যায় বিভি হলে। যোনি রস হয় পাতলা জলের মত এবং রঙ থাকে ঘোলাটে সাদা।

যোনি রসের নমুনা পরীক্ষা করে বিভি হয়েছে কি না জানা যায়।
যদি বিভি সংক্রমণ হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, জেল অথবা ক্রিম ব্যবহার করলে সংক্রমণ কমে যায়।
বিভি হওয়ার পেছনে কারণ গুলি হল –
অত্যধিক সেক্স করা, দীর্ঘদিন সেক্স না করা,একাধিক সঙ্গী পরিবর্তন,
জন্মনিরোধকের অত্যধিক ব্যবহার,
যোনিপথে সাবানের ব্যবহার ইত্যাদি।
প্রত্যেক ছয় মাস অন্তর তাই পেলভিকের পরীক্ষা অবশ্যই করান, তাহলেই বুঝতে পারবেন আপনি এই সংক্রমণের শিকার কি না।

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...

কলকাতা শহরের গল্প নিয়ে আসছে পাভেল এর নতুন ছবি “কলকাতা চলন্তিকা”…

কলকাতা শহরের গল্প নিয়ে আসতে চলেছে পাভেল পরিচালিত নতুন ছবি "কলকাতা চলন্তিকা"। এর আগে পাভেল পরিচালিত 'বাবার নাম গান্ধীজী', 'রসগোল্লা', 'অসুর'-এর মতো ছবি সিনেমাপ্রেমীদের মন...

লাল চোখে কুটিল হাসি “রাবণ” অবতারে ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেতা জিৎ…

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ-এর দক্ষিণী ছবি ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ‘বাজি’। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয়...

মুক্তি পেলো Asheq Manzur প্রযোজিত এবং Arup Sengupta পরিচালিত মিউজিক ভিডিও “অনুভবে” টিজার…

3p প্রোডাকশনের পক্ষ থেকে এবং Arup Sengupta-র পরিচালনায় ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে "অনুভবে" মিউজিক ভিডিওটি. সম্প্রতি মুক্তি পেলো "অনুভবে" মিউজিক ভিডিওটির টিজার. বাংলাদেশ...