Home গোপনীয় কেন ওরাল সেক্স ক্ষতিকারক জেনে নিন...

কেন ওরাল সেক্স ক্ষতিকারক জেনে নিন…

কেন ওরাল সেক্স ক্ষতিকারক জেনে নিন

অত্যাধিক ওরাল সেক্সের ফলে হতে পারে ব্যাকটেরিয়াল সংক্রমণ, কারণ ওয়াল সেক্সের মাধ্যমে মেয়েদের যৌনাঙ্গে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বাসা করে যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় বিভি।

তবে এই বিভি অনেক সময় হয় উপসর্গহীন। অনেকেই ভালো করে মুখ ধোয় না ফলে মুখে থাকে অনেক বাজে ব্যাকটেরিয়া, ফলে মুখের লালা থেকে হয় জীবানুর সংক্রমণ, যা যোনিতে গেলে ক্ষতিকারক হতে পারে।
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বা বিভি সিরিয়াস রোগ নয় তবে যেসব বিভিতে আক্রান্ত হলে অন্যান্য যৌনরোগ হওয়ার সম্ভাবনা থাকে, সংক্রমণ দেখা দিতে পারে মূত্রনালিতে।
সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতিকারক এই সংক্রমণ।

ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হলে যোনি থেকে নিঃসৃত রসে থাকে আঁশটে গন্ধ। যোনি থেকে যে স্বাভাবিক রস বের হয় তার রঙ এবং ঘনত্ব পালটে যায় বিভি হলে। যোনি রস হয় পাতলা জলের মত এবং রঙ থাকে ঘোলাটে সাদা।

যোনি রসের নমুনা পরীক্ষা করে বিভি হয়েছে কি না জানা যায়।
যদি বিভি সংক্রমণ হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, জেল অথবা ক্রিম ব্যবহার করলে সংক্রমণ কমে যায়।
বিভি হওয়ার পেছনে কারণ গুলি হল –
অত্যধিক সেক্স করা, দীর্ঘদিন সেক্স না করা,একাধিক সঙ্গী পরিবর্তন,
জন্মনিরোধকের অত্যধিক ব্যবহার,
যোনিপথে সাবানের ব্যবহার ইত্যাদি।
প্রত্যেক ছয় মাস অন্তর তাই পেলভিকের পরীক্ষা অবশ্যই করান, তাহলেই বুঝতে পারবেন আপনি এই সংক্রমণের শিকার কি না।

- Advertisment -

জনপ্রিয়

মুক্তি পেলো “KSS PRODUCTION & ENTERTAINMENT”এর স্বল্প দৈর্ঘ্যের ছবি “দোয়া”(Dua)

প্রযোজক হিসেবে কান সিং সোধা বরাবরই নতুন প্রতিভাদের উৎসাহ দিয়ে চলেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটে নি। কান সিং সোধা ও KSS PRODUCTION & ENTERTAINMENT"...

“ময়ূরপঙ্খীর” তরফ থেকে দিনমজুর ও রিক্সা চালকদের জন্য ঈদ উপলক্ষে কিছু উপহার প্রদান করা হলো

"ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজ কল্যাণ সংস্থা" র পক্ষ থেকে এবং গ্লোবাল স্পা ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায় অসহায়, বয়স্ক, দিনমজুর ও রিক্সা চালকদের...

মায়ের মৃত্যুদিনে পথ পশুদের কল্যাণার্থে পারমিতা মুন্সী ভট্টাচার্য এর পরিচালনায় হয়ে গেলো ‘বর্ষ বরণে বিবিয়ানা’

পথপশুদের কল্যাণার্থে শিবানী মুন্সী প্রোডাকশনের 'বর্ষবরণে বিবিয়ানা' শীর্ষক বাংলা নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেল। এই ক্যালেন্ডার থেকে সংগৃহীত অর্থ খরচ করা হবে পথ পশুদের...

কি করলে আপনাকে বা আপনার পরিবারকে ছুঁতে পারবেনা করোনা

বর্তমানের ভয়াবহ পরিস্থিতি থেকে নিস্তার পাওয়াটাই এখন সকল মানুষের একমাত্র লক্ষ্য. কিন্তু কিভাবে পাবো এই ভয়ানক কোবিড ১৯ এর হাত থেকে মুক্তি? কোবিড ১৯ ভাইরাস...