Home জেলার খবর সোমবার সকালে লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে উত্তপ্ত বৈদ্যবাটি স্টেশন...

সোমবার সকালে লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে উত্তপ্ত বৈদ্যবাটি স্টেশন…

ট্রেন চালু নিয়ে রেল ও রাজ্যের বৈঠকের আগেই সপ্তাহের প্রথম দিন যাত্রী অবরোধে উত্তপ্ত হয়ে উঠিল হুগলীর বৈদ্যবাটি স্টেশন।

সোমবার সাতসকালেই স্পেশাল ট্রেনে ওঠার দাবীতে ট্রেন লাইনে বসে বিক্ষোভ দেখায় বহু মানুষ , স্টেশন চত্বর তো আছেই, লেবেল ক্রিসংয়েও বিক্ষোভ চলতে থাকে। ট্রেন লাইনে গাছের গুড়ি ফেলে দেওয়া হয়। এই বিক্ষোভের ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা, কারণ আটকে পড়েছে স্টাফ স্পেশাল ট্রেন। রেলগেট বন্ধ, জিটি রোডও বন্ধ হয়ে গেছে।

রেলকর্মীদের বারবার অনুরোধ সত্বেও রেল অবরোধ থেকে উঠছেন না বিক্ষোভকারীরা, ঘটনাস্থলে পৌঁছেছেন শেওড়াফুলি থানার পুলিশ। যতক্ষন না টিকিট কাউন্টার খুলবে এবং ট্রেন পরিষেবা চালু হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান।

 

শনিবার একই ঘটনা দেখা যায় হাওড়ায়।
করোনা আবহে দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় বহু যাত্রী, তাই বাধ্য হয়ে অনেকে স্পেশাল ট্রেনে উঠছেন। যদিও রেলের দাবি তারা চাইলেও এখনই লোকাল ট্রেন পরিষেবা শুরু করতে চাইছে না রাজ্য সরকার ফলে তারা নিরুপায়।

আজ নবান্নে বিকেল ৫ টা নাগাদ রেল আধিকারিকদের সাথে রাজ্যের বৈঠক হবে। এই বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, পরিবহণ সচিব, এছাড়াও রাজ্য পুলিশের ডিজি এবং পূর্ব রেলের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। লোকাল ট্রেন চালানোর ব্যাপারে কোন সমাধান হয় কি না তা জানা যাবে আজ সন্ধ্যায়।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...