এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
কারা বেশি আক্রান্ত হচ্ছে করোনায় এই উত্তর সন্ধানে করা হয়েছে এক সমীক্ষা৷ যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গেছে যেসব পুরুষদের আয় কম, পড়াশোনাতেও সফল নয়, অবিবাহিত ও যাদের জন্ম নিম্ন-মধ্যম আয়ের দেশে,সেসব পুরুষরা করোনায় আক্রান্ত হচ্ছে বেশি৷ এবং কোভিডে আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর সম্ভাবনাও অনেক বেশি।
সুইডেনে ২০ বছর ও তার বেশি বয়সী দের নিয়ে করা এই সমীক্ষাটি সুইডিশ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ বোর্ডের তথ্যের ভিত্তিতে করা হয়েছে।
এই সমীক্ষায় উঠে এসেছে আয় এবং শিক্ষার লড়াইয়ে পিছিয়ে থাকা পুরুষদের করোনা বেশি দেখা দিচ্ছে। এবং শুধু যে দেখাই দিচ্ছে তাই নয় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিও এদের মধ্যে অনেক বেশি একথা নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এক গবেষণায়
সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লেখক সোভেন ড্রেফাহল জানিয়েছেন।
তিনি আরও বলেছেন
,করোনা ঝুঁকি নিয়ে যে সমস্ত বিতর্কিত কারণ উঠে এসেছে প্রত্যেকের স্বতন্ত্র প্রভাব আছে।
এই সমীক্ষায় দেখা গেছে করোনায় পুরুষদের মৃত্যুর হার মহিলাদের তুলনায় অনেক বেশি৷ কোভিড ১৯ এ সেইসব পুরুষ ও মহিলাদের মৃত্যু ঝুঁকি অনেক বেশি যারা অবিবাহিত, যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে যারা বিধবা, যাদের জীবনযাত্রা একটা ছকে আবদ্ধ নয় তাদের করোনা ঝুঁকি অনেক বাকিদের তুলনায় দ্বিগুণ।