ইতি মধ্যে অরূপ সেনগুপ্ত নামটি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত. বলিউড থেকে একাধিক স্বপ্ন নিয়ে পা রাখেন বাংলা ইন্ডাস্ট্রিতে. পরিচালনা করতে থাকেন ‘চার এক্কে প্যাঁচ‘, এ.কে.Ray, ‘Unethical‘-র মতো শর্ট ফিল্ম. এর আগেও বেশ কয়েকটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে তার পরিচালিত শর্ট ফিল্ম “Unethical“. কিন্তু এবার “তামিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাটিভালে মনোনীত হয় অরূপ সেনগুপ্ত পরিচালিত AROHAN PRODUCTION এর প্রযোজিত ছবি ‘Unethical‘ এবং জিতে নেন Best Conceptual Film অ্যাওয়ার্ডস”.
অরূপ সেনগুপ্ত পরিচালিত ছবি “Unethical” ছবিতে অভিনয় করতে দেখা যাবে তন্ময় ভট্টাচার্য্য, পৌলমী দাস, পূজা গাঙ্গুলি এবং সুপর্ণা চ্যাটার্জী। তাছাড়া অরূপ সেনগুপ্তের হাত ধরে প্রথম বাংলা সিনেমার জগতে পা রাখতে চলেছে তন্ময়।
এই পুরস্কার পাওয়ার পর বেশ আনন্দিত “Unethical” ছবির পুরো টিম. অরূপ সেনগুপ্ত জানান “আমি এবং
আমার গোটা টিম খুবই আনন্দিত এই অ্যাওয়ার্ডস পেয়ে. চলার পথে অনেক বাধা এসেছে কিন্তু মানুষ যে এতো ভালোবাসা ও আশীর্বাদ দিচ্ছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড়ো পাওয়া যা আমাদের আগামী দিনে আরো উৎসাহ যোগাচ্ছে”.