আসতে চলা বাংলার প্রথম স্বাধীন অট্ট প্লাটফর্ম নিয়ে উৎসুক সিনেমাপ্রেমী বাঙালিদের উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে উল্লাসের টিম নিয়ে আসতে চলেছে আরও একটি সিনেমা জিলিপি। জিলিপি শুনতেই জল এসেযায় জ্বিভে।
বাঙালির প্রিয় এই মিষ্টি শুধু স্বাদের জন্যই নয়, সে বিখ্যাত তার প্যাঁচ এর জন্যও। চারিদিকে কোনো কিছু জটিল দেখলেই বাঙালি এক মুহূর্তও দেরী করে না তাকে জিলিপির সাথে তুলনা করতে। কিন্তু এখানে বেপার তা একটু অন্য। উল্লাস OTT প্লাটফর্ম এ আসতে চলা জিলিপি একটি মিষ্টি রসালো প্রেমের গল্প, কিন্তু ওই যে নাম জিলিপি তাই গল্পটা একটু তো প্যাঁচালো বটেই।
সব থেকে অবাক হওয়ার বিষয় হলো এই আগত সিনেমাটির কাস্ট। এই সিনেমায় মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেনা বাঁকুড়া মেমেস এর উন্মেষ গাঙ্গুলী ও সংগীতশিল্পী শাস্বতী ভট্টাচার্যী।
এই সিনেমাটির কাহিনী লিখেছেন বাংলাদেশের প্রাণতোষ বৈদ্য ও চিত্রনাট্য লিখেছে প্রিয়া ঘোষ। সিনেমাটি পরিচালনা করছেন উল্লাস এরই আর এক কর্ণধার শুভম দত্ত।
এবং সিনেমা তীর প্রযোজনা করেছেন উল্লাস এর কর্ণধার শুভাশীষ দত্ত।
আশা করছি এই অনবদ্য সিনেমাটি বাংলার সিনেমাপ্রেমী সকল মানুষের মনজয় করবে। আরো বিশদ তথ্য জানতে চোখ রাখুন উল্লাস এর অফিসিয়াল ফেসবুক পেজ এ
“জিলিপির মত রসালো মিষ্টি প্যাঁচে প্রেম” আসতে চলেছে উল্লাস এ নতুন প্রেমের গল্প জিলিপি
- Advertisment -