আজ কোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে ৩ মাসের ইলেক্ট্রিক বিল মুকুব করার দাবিতে এবং সবাইকে রেশন দেওয়ার দাবিতে শান্তি পূর্ণ ভাবে সোশ্যাল ডিসটেন্স মেনে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা।
এই প্রতিবাদের কারণে শেওড়াফুলি মন্ডল মোর্চার সভানেত্রী শ্রীমতী সোমা নন্দী ও শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্যা শ্রীমতী কাবেরী পাল সহ ২১ নং ওয়ার্ড শক্তি কেন্দ্র ইনচার্জ গৌতম নন্দী মহাশয় কে গ্রেফতার করে শেওরফুলি ফাঁড়িতে নিয়ে আসা হয়।
সোমা নন্দীর বাড়িতে তার বাচ্চা ছেলে ও কাবেরী পালের বাড়িতে তার অসুস্থ মা আছে একথা বলার পরেও তাদের ছাড়ার কোনো পদক্ষেপ নেন না প্রশাসন।
এই ঘটনার বিষয়বস্তু জেনে মন্ডল সভাপতি স্নেহানসু মাহান্ত বলেন “এই ঘটনাকে তিনি তীব্র ধিক্কার জানান”। তিনি আরো বলেন এ কোন রাজত্বে আমরা বাস করছি?যেখানে নীরব প্রতিবাদে অ্যারেস্ট করা হয়। পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ বাহিনীকে বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেও বিজেপি কে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনের জন্য প্রস্তুত বিজেপি
গ্রেফতার হলেন বিজেপি নেত্রী কাবেরী পাল ও সোমা নন্দী।
- Advertisment -