১৯শে নভেম্বর মুক্তি পেতে চলেছে Atiul islam পরিচালিত ছবি “কিশলয়”। Aranyak Filmz প্রযোজনায় এবং Atiul islam এর পরিচালনায় মুক্তি পেতে চলেছে “কিশলয়“। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত মিত্র। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অমিত মিত্রের কম্পোজিশনে নতুন দুটি গান “কেন করলি এরকম” এবং “ভালো থাকে মন“। “কেন করলি এরকম” গানটি গেয়েছেন স্বনামধন্য সংগীত শিল্পী সোনু নিগম ও ইন্দ্রানী ব্যানার্জী, এবং “ভালো থাকে মন” গানটি গেয়েছেন জুবিন গর্গ ও ইন্দ্রানী ব্যানার্জী । বাংলায় অনেকদিন পরে সোনু নিগমের কণ্ঠে বাংলা গান শুনতে চলেছেন দর্শকেরা।
কলকাতার বুকে ঘটে যাওয়া একটি ঘটনা সকলকে ভীতস্থ করে দিয়েছিলো। সাত বছরের একটি বাচ্চা মেয়ের লিখে যাওয়া সুইসাইড নোট তার বাবা তথা গোটা পরিবারকে কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সাত বছরের ফুটফুটে মেয়েটি বেছে নেয় আত্মহত্যার পথ। অন্তরার মৃত্যু সকলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলো যে, বাবা-মায়ের অপরিসীম চাহিদা, নিজেদের আকাঙ্ক্ষা কিভাবে সন্তানকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। এই গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে “কিশলয়” ছবিটি।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, দেবরাজ মুখোপাধ্যায়, বিবেক ত্রিবেদী, ফাহিম মিজরা এবং অদ্রিজা মুখার্জি কে।
এই ছবির গল্প লিখেছেন তানবীর কাজী, ছবি প্রযোজনা করেছেন আরণ্যক বন্দ্যোপাধ্যায়, ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আতিউল ইসলাম। এছাড়াও এই ছবির একটি গান সুরাজ নাগের তৈরি। গানের লিরিক্স লিখেছেন দীপঙ্কর, তানভীর কাজী এবং সান্বয় মিএ।