3p প্রোডাকশনের পক্ষ থেকে শ্যুট হয়ে গেলো অরূপ সেনগুপ্তের পরিচালনায় দুটি মিউজিক ভিডিও “ভালোবাসি” ও “অনুভবে“. পরিচালক অরূপ সেনগুপ্ত একজন দক্ষ পরিচালকের পাশাপাশি খুব ভালো একজন ডান্স কোরিওগ্র্যাফারও. বলিউডেও তিনি একাধিক কাজ করেছেন এবং সাফল্য অর্জন করেছেন. এমনকি বলিউডের ডান্স কোরিওগ্রাফার রেমো ডিসুজার সাথেও তিনি কাজ করেছেন.
ইতিমধ্যে তিনি অনেকগুলো শর্ট ফিল্ম শ্যুট করে ফেলেছেন. যার পোস্টার, ট্রেলার মানুষের মন জয় করেছে. এবার তিনি বাংলাদেশ ও কানাডার সম্মিলিত প্রয়াসে শ্যুট করে ফেললেন দুটি রোমান্টিক মিউজিক ভিডিও.
এই দুটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অভিনেতা ঋদ্ধিষ চৌধুরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচায্য বাবলি.
“ভালোবাসি” গানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরূপ সেনগুপ্ত, DOP দায়িত্বে রয়েছেন Roze Alam, মিউজিক দিয়েছেন Asheq Manzur, গানের কথা পিঙ্কি ভৌমিকের, এবং গানটি গেয়েছেন Asheq Manzur ও নাজু আখন্ড.
“অনুভব” গানের পরিচালনা করেছেন অরূপ সেনগুপ্ত, DOP দায়িত্বে রয়েছেন Roze Alam গানের কথা নীল মাহাবুব ও Nice Noor এর. সুরকার Asheq Manzur, এবং এই গানটি গেয়েছেন মাহাতিমঃ শাকিব ও দোলা রহমান.