আগামী বছর Flixbug এ মুক্তি পাবে ‘ঢাকি‘ এবং ‘লস্ট মাস্টারদা‘
করোনা আবহে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকার পর খুলেছে সিনেমাহল, তবে ৫০% র বেশি দর্শক যেতে পারছেন না কোরোনা পরিস্থিতির কারনে। এই সঙ্কটময় পরিস্থিতিতে বহু সিনেমাই মুক্তি পেয়েছে বা পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ধীরে ধীরে খুলছে লকডাউন, শত ব্যস্ততার মাঝেও সকলে তাদের মন ভালো রাখতে, বিনোদনের মাধ্যমে হিসেবে বেছে নিচ্ছে অনলাইন মুভি বা ওয়েব সিরিজ।
আর মাত্র কয়েক মাস পরেই বিদায় নেবে 2020 এবং নতুন বছরের সূচনাপর্বেই বাংলায় মুক্তি পাবে নতুন OTT প্লাটফর্ম “Flixbug”, এটি অন্যান্য OTT প্লাটফর্ম-এর তুলনায় একটু আলাদা। এখানে পুরোনো এবং নতুন দুইয়ের মেলবন্ধন-ই চোখে পরবে।
এপটির মুক্তির সাথে সথেই এখানে মুক্তি পাবে বেশকিছু নতুন ফিল্ম তার মধ্যে অন্যতম দুটি সিনেমা হলো ‘ঢাকি‘ এবং ‘লস্ট মাস্টারদা‘।
এছারাও আগামী বছর flixbug এর মিউজিক এপ “Zoobie” ও আসতে চলেছে।