মহানায়ক উত্তম কুমার এমন একজন অভিনেতা যাকে সকলেই চেনেন, সে সময়ের নারী থেকে এই সময়ের নারী সকলের কাছেই রোমান্টিক হিরো হিসেবে প্রথম পছন্দ উত্তম কুমার।
“দৃষ্টিদান” ছবির মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ‘সাড়ে চুয়াত্তর‘ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। সেই সিনেমা থেকে উত্তম-সুচিত্রা জুটির শুরু হয় যা বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি।
উত্তম কুমার এর কিছু বিখ্যাত সিনেমা হল – হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা ইত্যাদি। উত্তম কুমারের সিনেমার মতোই তাঁর সিনেমার গানগুলিও অসাধারণ।
থার্ড আই এন্টারটেইনমেন্ট ও Shakehand Production যৌথ উদ্দ্যেগে উত্তম কুমারের প্রয়াণদিবস উপলক্ষে ‘আমি আপনি আর উত্তম কুমার’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদম অন্যধরনের ছিল এই অনুষ্ঠান। ডিজিটাল মাধ্যমে, গান গল্প আর উত্তম কুমার এক হয়ে গেল সেই অনুষ্ঠানে। শ্রীমতি অনিন্দিতা গাঙ্গুলি তাঁর উত্তম কুমারের অসামান্য গানগুলি গেয়ে সকলের ফিরিয়ে নিয়ে গেলেন সেই সময়ে, যে সময়ের অন্যতম রোমান্টিক নায়ক উত্তম কুমার, যে সময়ে পৃথিবী অনেক হাসি খুশি ছিল, ছিল না অবসাদ, ছিল না করোনা।
করোনার সংকটময় পরিস্থিতিতে সকলকে এক রোমান্টিক সন্ধ্যা উপহার দিল এই অভিনব আয়োজন।
গানে গল্পে উত্তম কুমারকে শ্রদ্ধাজ্ঞাপনের এক অভিনব আয়োজন….
- Advertisment -