বিগত বেশ কিছু দিন ধরে খুনের ঘটনায় শিরোনামে ওঠে আসছিল আরামবাগ, গোঘাট সহ বিস্তীর্ন এলাকা। দেখা গিয়েছিল বিরোধী দলের হেভিওয়েট অফিসারদেরও। ক্রমে বেড়ে চলছিল অশান্তি। আর এরজন্যই কী এসপি সহ এসডিপিওকে সরতে হয়েছে? এরকম মনে করছেন বিজেপিদের একাংশ। সোমবার বিকেলে বদলি করা হয় এই দুই উচ্চপদস্থ অফিসারকে। সোমবার বিজেপির পক্ষ থেকে সাংসদ সহ হেবিওয়েট নেতারা ধর্নায় বসে এসডিপিও অফিশের সামনে। এরফলেই কী সরতে হল SDPO নির্মল কুমার দাসকে। সেই জায়গায় বীরভূম থেকে আনা হচ্ছে অভিষেক মন্ডলকে। যদিও প্রশাসন সুত্রে খবর, এটি রুটিং বদলি। পাশাপাশি সরানো হল হুগলী গ্রামীন পুলিশ সুপার তথাগত বসুখেও। তাকে কলকাতার নিউটাউনে নতুন এসপি করে পাঠানো হচ্ছে। পাশাপাশি নতুন দায়িত্বে আসছে ব্যারাকপুরের অমন্দীপও।
বদলি করা হল আরামবাগের এসডিপিও সহ হুগলীর গ্রামীন সুপারকে…
- Advertisment -