দেশ জুড়ে কোভিড আতঙ্ক কখনো বাড়ছে, কখনো কমছে, সাধারণ মানুষের জীবনে বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমাহলও বন্ধ বেশ কয়েকমাস ধরেই, অগত্য অবসর সময়ের সঙ্গী ইন্টারনেট, ছোট হোক বা বড় সকলের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ হল ইন্টারনেট, পড়াশোনা হোক বা নতুন তথ্য জানা, বা কোনও সিনেমা দেখা, গান শোনা সবকিছুর জন্যই ইন্টারনেট প্রয়োজন।
আর এই ইন্টারনেটের কারণেই দেশ বিদেশের নানা মজাদার ঘটনা নিমেষে ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওগুলির মধ্যে একটি বিশেষ ক্যাটাগরি হল ওয়াইল্ডলাইফ ভিডিও, প্রায়শই নানা পশু-পাখির বিভিন্ন মুহুর্ত ক্যামেরাবন্দী হচ্ছে এবং তা ভাইরালও হচ্ছে ব্যাপক হারে। সম্প্রতি কচ্ছপ ও কুমিরের ফ্রেন্ডশিপ এর ভিডিও দেখে আপ্লুত
নেটদুনিয়া। এখনো পর্যন্ত ১ কোটি ভিউ হয়েছে ওই ভিডিওটিতে৷
মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় এই ভিডিওতে দেখা গেছে বিশাল এক কুমিরের সঙ্গে কচ্ছপের বন্ধুত্ব। ছোট্ট ভিডিও ক্লিপে দেখা যায় বিরাট আকারের কুমিরটি এগিয়ে যাচ্ছে তার বীপরিতে এগিয়ে যাচ্ছে একটি ছোট কচ্ছপ এবং তারই মাঝে দুজন দুজনকে হাই ফাইভ করে যে যার মতো চলে যাচ্ছে ৷
কুমির ও কচ্ছপ উভয়ই জলের প্রাণী। কুমির দেখলেই মানুষ ভয় পায় কিন্তু এই ভিডিও দেখলে বোঝা যায় বন্ধুর সামনে সকলেই নরম, তাই তো জলের দুই বন্ধুর মধ্যে বন্ধুত্বপূর্ন, শান্ত সম্পর্ক দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপেই। কচ্ছপ এবং কুমিরের ‘হাই ফাইভ’ করার স্টাইল কিছু বেশ ছড়িয়ে পড়েছে ট্যুইটার জগতে।