সদ্য কয়েক মাস আগেই গড়ে ওঠা মেঘবেলা, যাদের কাজের জন্য খুব অল্প সময়ের মধ্যেই সকলের পরিচিত হয়ে উঠেছে. একেরপর এক অসাধারন গান উপহার দিয়ে চলেছে জাকির অর্নব রোহান জুটি।
মেঘবালা এর প্রতিটি কাজের মধ্যেই লুকিয়ে থাকে এক মিষ্টি প্রেমের গল্প। প্রতিবারেই মতই তোর প্রেমের (Tor Premer) গানটিও জাকির এর কম্পজিসান এ গড়ে ওঠা। গানটির কথা লিখেছে জয়ন্ত বিশ্বাস ও জয়ন্ত রায়। আর গানটি যার কন্ঠে শোভা পেয়েছে তিনি হলেন অন্তরিপ অধিকারী। গানটির অসাধারন সাউন্ড ডিসাইন করেছেন অর্নব চৌধুরী।
সদ্য ইউটিউবে মুক্তি পাওয়া এই গানটির ভিডিওতে অন্তরীপ ও রিম্পার দারুন লাভস্টোরি ফুটিয়ে তুলেছেন এই মিউজিক ভিডিওটির ডিরেক্টর ও সিনেমাটোগ্রাফার রোহান পাল। তারসাথে দেবদীপ চক্রবর্তীর ড্রোনে ক্যাপচার..সবমিলিয়ে এক অনবদ্য কম্বিনেশন।
তাই আর দেরি না করে এখুনি গানটি শুনুন। গানটি শুনতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে মেঘবেলা এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এ..