Home সেলিব্রিটি অভিনেতা সাংসদ দেব এবং তাঁর পরিবারে করোনার থাবা...

অভিনেতা সাংসদ দেব এবং তাঁর পরিবারে করোনার থাবা…

অভিনেতা সাংসদ দেব এর পরিবারে করোনা আতঙ্ক

করোনায় সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়ছে দ্রুতগতিতে। কলকাতাতেও এর প্রকোপ বাড়ছে লাগাতার।

সাংসদ অভিনেতা দেবের বাড়িতেও এবার করোনার থাবা, জানা গেছে অভিনেতা দেব এর বাড়ির ম্যানেজার উত্তম কোভিড আক্রান্ত হয়েছেন, করোনার তেমন কোনো উপসর্গ না থাকলেও মঙ্গলবার সকালে তার রিপোর্টে করোনা হয়েছে বলে জানা যায়।
ম্যানেজার হলেও উত্তম অভিনেতার পরিবারের অন্যতম সদস্যও।
রিপোর্ট পাওয়ার পর এদিন দেব এবং তার পরিবারের বাকিদেরও করোনা পরীক্ষা করা হয় কিন্তু তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বর্তমানে দেবের বাড়িতেই আইসোলেশনে আছেন উত্তম। দেব এবং পরিবারের সকলে সেল্ফ কোয়ারানটিন করেছেন নিজদের।
সমস্ত নিয়ম মেনে ১৪ দিন দেব এবং তার পরিবারের সকলে হোম আইসোলেশনে থাকবেন।
অভিনেতা সাংসদ দেব এবং তাঁর পরিবারের সকলে ভালো আছেন সুস্থ আছেন বলে জানিয়েছেন দেব, সমস্ত নিয়ম মেনে গৃহবন্দী আছেন তারা, এই নিয়ে অযথা ভয় পেতে বারণ করেছেন সকলকে। জনগনের উদ্দেশ্যে ভালো থাকা এবং সুস্থ থাকার বার্তা দিয়ে নিজে ট্যুইটে বিস্তারিত জানিয়েছেন সকলকে।

তবে এর আগেও টলিউডে করোনার আক্রমণ দেখা গেছিল।
বেশ কিছুদিন আগে অভিনেত্রী কোয়েল মল্লিক সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে তারা সকলে সুস্থ আছেন।
আবার দিন কয়েক আগে জানা যায় করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তীও। তিনিও আছেন হোম আইসোলেশনে।

- Advertisment -

জনপ্রিয়

সরস্বতী নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে

করোনা প্রকোপ খানিক শান্ত হতে না হতেই এই শীতের মরসুমে নাট্যপিপাসু দর্শকদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া নাট্যোৎসবে...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো "পাইয়ের উৎসব"। "দ্য পাই হাউসের" পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা...

কলকাতা প্রেক্ষাপট এর নাট্য – পার্বণ

ভারতীয় সংকৃতির পীঠস্থান আমাদের এই বাংলা । নাট্যচর্চা বাংলার তথা ভারতীয় সংস্কৃতির এক অভূতপূর্ব ধারাকে বহন করে নিয়ে চলেছে প্রাচীনকাল থেকেই । বরাবরই বিভিন্ন...

সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথীর কার্ড করাবো” বললেন দিলীপ ঘোষ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবার সামিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন দিলীপ ঘোষ ও তার পরিবার এমনই দাবি করলেন বীরভূম...