Home সেলিব্রিটি 'লাভ আজ কাল পরশু', 'চিনি' র পর এবার 'ট্যাংরা ব্লুজে' এক অন্যরকম...

‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’ র পর এবার ‘ট্যাংরা ব্লুজে’ এক অন্যরকম চরিত্রে মধুমিতা.

বাংলা টেলিভিশন থেকে বড়ো পর্দায় সর্বত্রই মধুমিতা সরকার নামটা সবার কাছেই বেশ পরিচিত। বাংলা চলচ্চিত্রের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন মধুমিতা। ক্যারিয়ার জীবনের শুরু রূপসী বাংলার “সবিনয় নিবেদন” দিয়ে। এরপর ২০১৩ সালে স্টার জলসার জনপ্রিয় ধরাবাহিক “বোঝেনা সে বোঝেনা”। একটা সময় “বোঝেনা সে বোঝেনা” ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। বলতে গেলে দর্শকের কাছে ঘরের মেয়ে হয়ে উঠেছিল “পাখি”(মধুমিতা)।

এরপর একের পর এক সাফল্য। তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০২০ সালে ডিরেক্টর প্রীতম ডি গুপ্তার হাত ধরে বড়ো পর্দায় পা রাখেন মধুমিতা। ছবির নাম “লাভ আজ কাল পরশু”। যেখানে তিনি অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন।এই ছবিতে মধুমিতাকে দেখা যায় ভিন্ন চরিত্রে কখনও তৃপ্তি কখনও বা তাপসী আবার কখনও অন্য নামে। তার সাবলীল অভিনয় দক্ষতা সহজেই ছবির দৃশ্যকে প্রাণবন্ত করে তুলেছে। সমস্ত ছবি জুড়েই তিনি নজর কেড়েছেন। এই ছবিতে নিজেকে সম্পূর্ণ রূপে ভেঙে আবার নতুন করে গড়ে তুলেছেন মধুমিতা।
এরপরের ছবি “চিনি”। এই ছবিতে মধুমিতাকে দেখা যায় “চিনির” চরিত্রে। বিধবা মা সরোজিনীর একমাত্র মেয়ে অদিতি (চিনি)। আরো পাঁচটা সংসারের মা ও মেয়ের এক অনন্য গল্প। যেখানে রয়েছে মা ও মেয়ের খুনসুটি, দুষ্টু মিষ্টি অভিমান, ঝগড়া, আর অফুরন্ত ভালোবাসা এবং দায়িত্ববোধ।

এবার নতুন বছরে এক অন্য রসদের ছবিতে অভিনয় করছেন মধুমিতা। ছবির নাম “ট্যাংরা ব্লুজ”। এবার টলিউডে জুটি বাঁধলেন “পরমব্রত- মধুমিতা”। সম্ভ্রান্ত ঘরের বাবার আদুরে মেয়ে “জয়ী” (মধুমিতা)। সে গানকে অন্তর দিয়ে ভালোবাসে। বলতে গেলে গান তার কাছে প্যাশন। আরো জানতে অবশ্যই দেখতে হবে ট্যাংরা ব্লুজ।

কিন্তু বলাবাহুল্য তিনটি ছবিতেই তার ভিন্ন ভিন্ন চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছে। একের পর এক চরিত্রে তিনি বাজিমাত করেছেন। দর্শক আশা রাখেন আরো ভিন্ন ভিন্ন চরিত্রে তারা মধুমিতার অভিনয় দেখতে পাবেন।

- Advertisment -

জনপ্রিয়

প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন রিতেশ দেশমুখ…

এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টলিউড...

টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক। মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী…

আজ শনিবারই অলিম্পিক গেমসের প্রথম দিন। আর প্রথমদিনেই পদক জয় ভারতের। রুপো পেলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। শনিবার সকালে প্রথম...

শনিবার সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় রাখুন এই জিনিসটি, বাড়বে আয় বৃদ্ধি…

হিন্দু ধর্ম মতে শনিবার সন্ধ্যায় তুলসী তলায় রাখুন এই কটি জিনিস আপনার সংসারে বাড়বে আয়বৃদ্ধি, হবে টাকা রোজগার। হিন্দু শাস্ত্র মতে, শনিবার সন্ধ্যাবেলা আপনার বাড়ির...

শুরু হয়ে গেলো দেব রুক্মিনীর ভালোবাসার নতুন সফর! “কিশমিশ”-এর শুভ মহরত…

বড়ো পর্দায় চ্যাম্প, কিডন্যাপ, ককপিট, কবীর, পাসওয়ার্ড এর মতো ছবিতে একসঙ্গে দেখা মিলেছে দেব রুক্মিণী জুটির. এবার ষষ্ঠ বার সিলভার স্ক্রিনে জুটি বাঁধতে চলেছেন...