খোলা হল তারকেশ্বর মন্দিরের দরজা
আজকে সকাল ছটায় মন্দির খুলেছে, সমস্ত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। মোট তিনটি গেটের মধ্যে ১৫ মিনিট অন্তর অন্তর এক একটি গেট খোলা হচ্ছে।
সামাজিক দূরত্ববিধি মেনে ভক্তরা প্রবেশ করছেন। তবে ঢুকতে দেওয়া হচ্ছে না গর্ভগৃহে। বাইরে থেকে আনা জল দেওয়া যাবে না বাবার মাথায়, দুধপুকুর থেকে জল নিয়ে দিতে হবে জল৷ মন্দির চত্বরে উপস্থিত আছে সিভিক ভলিন্টিয়াররা।
দীর্ঘদিন পর ভক্তদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের দরজা ,লকডাউন পর্বে মন্দির দীর্ঘসময় বন্ধ থাকার পর মাঝে একদিনের জন্য মন্দির খোলা হয়েছিল কিন্তু সংলগ্ন এলাকায় করোনা আক্রান্তের খোঁজ মেলায় পুনরায় বন্ধ রাখা হয়েছিল মন্দির চত্বর। আজ আবার খোলা হয়৷
সকাল থেকে ভক্তদের আগমন চোখে পড়ে। তবে সমস্ত নিয়ম বিধি মেনে তিনটি দরজা দিয়ে ঢোকানো হচ্ছে ভক্তদের, মাইকে বার বার প্রচার করা হচ্ছে মাস্ক পড়ে মন্দিরে ঢোকার করা।
দীর্ঘদিন পর বাবার দর্শন করতে পেরে আনন্দিত ভক্তরা৷
করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না যায় সেই কারণে এই বছর শ্রাবণ মাসে বন্ধ রাখা হয়েছিল শ্রাবণী মেলা,দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় ভীড় করে ভক্তরা কিন্তু করোনা থেকে বাঁচার জন্য, এলাকা বাসীকে সুস্থ রাখার জন্য বন্ধ রাখা হয় এই মেলা।