গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করার ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় দেহ উদ্ধার করা হয় ওই পরিবারের। পরিবারের তিন জন আত্মহত্যা করেন। তাদের নিয়ে যাওয়া হয় বাঘাযতীন হসপিটালে। ওই পরিবারে ছিলেন মা ও দুই ছেলে। সোনালী পার্ক আবাসনের বাসিন্দা তারা। থানা রিজেন্ট পার্ক। দুই ছেলের মধ্যে এক ছেলে রোজগারে সক্ষম, অপর জন কোনো কাজ করে না। মায়ের রোজগারে সংসার চলত তাদের। এই লকডাউনের জেরে সংসারে আর্থিক সমস্যা তৈরি হয়। অনেক মনে করছেন এই সমস্যার কারণেই তাদের এই পদক্ষেপ।
তিন জনের শরীর থেকে পাম্প করে বিষ বের করার চেষ্টা করা হচ্ছে। তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক।