পুলিশি জেরার মুখে মহেশ ভাট, করন জোহরও
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ময়নাতদন্তে এবার জেরা করা হবে মহেশ ভাটকেও।রবিবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে এমন নোটিশই যায় মহেশ ভাটের কাছে। মহারাষ্ট্রের স্বরাস্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, সোমবার বিকেলের মধ্যে মহেশ ভাটকে বান্দ্রা থানায় আসতে বলা হয়েছিল। কিন্তু কাল সন্ধ্যে অবধি তার তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নেপোটিজমের দরুন উত্তাল গোটা সোশ্যাল মিডিয়া। আর সেই কারনেই আঙুল উঠেছে মহেশ ভাট, করন জোহর ও সালমান খানের দিকে।
আর সেই সুত্রেই মহেশ ভাটকে তলব করার জন্য পাঠায় মুম্বাই পুলিশ। এদিন অর্থাৎ সোমবার সকাল ১১.৩০ নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে তিনি আসেন সান্ত্রাক্রুজ থানায়। সেখানে প্রায় ঘন্টাচারেক ধরে কথা হয় পুলিশের সঙ্গে। অন্যদিকে রেকর্ড বয়ানের জন্য ডেকে পাঠানো হয়েছে ধর্মা প্রোডাকশনসের সিইও করন জোহরকেও। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালী, আদিত্য চোপড়া, মুকেশ ছাবড়া সহ প্রমুখেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ।
অন্যদিকে দ্বিতীয় বারের জন্য ফের বয়ান রেকর্ড করা হয় সুশান্তের দিদি ও তার রাধুনীরও। ডেকে পাঠানো হয় রিয়া চক্রবর্তীকে। তিনি সুশান্তের কার্ড ব্যবহার করে বেশ কিছু ট্রানজাকশান করেন। তবে বেশ কিছু হিসেব মিলছে না।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, খুব শীঘ্রই ডেকে পাঠানো হবে মহেশ ভাট ও করন জোহরের ম্যানেজারকেও। তবে ঠিক কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আদিত্য চোপড়া ও সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে জেরাবাদৈর পরই ডাকা হয়েছে মহেশ ভাট ও করন জোহরকে।
অন্যদিকে অভিনেতার মৃত্যুকে প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যা বলে ঘোষনা করা হলেও ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট এখনও আসেনি। কিন্তু ফরেন্সিক টিমের সঙ্গে কথা বলার পরই তারা জেরার তালিকা বানান। আর সেই ছেরার তালিকায় উঠে এসেছে কঙ্গনার নামও। কিন্তু এই মুহুর্তে কঙ্গনা মানালিতে থাকায় তার হয়ে আইনজীবির বয়ান দিয়েছেন। তিনি মুম্বাই পুলিশকে জানান, তিনি পুলিশকে সবরকম সাহায্য করবেন কিন্তু এই লকডাউনের মধ্যে রুলস ভেঙে তার পক্ষে মুম্বাই আসা সম্ভব নয়। তফে পুলিশের তরফ থেকে কেঊ যদি মানালি যেতে পারেন বা অনলাইনেও তিনি তার বয়ান দিতে পারবেন।