ভাড়ায় মিলবে বাবা! দিতে হবে বেতন পাশাপাশি লাগবে ওভারটাইমের পয়সাও
ভাড়ার জামাই এর নামে অনেক হট্টগোল আগে শুনলেও এবার ভাড়ার বাবা । এমনি এক ব্যক্তি অষ্ট্রেলিয়ায় এই দাবি জানিয়েছে। কত ভাড়ার বিনিময়ে কাজ করবেন কতক্ষন বা ডিউটি করবেন আর কতক্ষন ওভারটাইম করবেন সব বিস্তারিত তিনি বিজ্ঞাপনে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এই বিজ্ঞাপন নিয়ে শোরগোল পড়ে গেছে।
এ যেন এক নতুন পেশা। ভাড়ার বাবা। অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা জেক ডেমস এমন দাবি জানিয়েছে। জানিয়েছেন, যে সব শিশুদের জন্য বাবারা সময় দিতে পারেন না তাদের জন্য তিনি টাকার বিনিময়ে বাবার ভূমিকা নেবেন। বিজ্ঞাপনে জানানো হয়েছে বাচ্চার সঙ্গে খেলা থেকে ওষুধ খাওয়ানো অবধি যত্ন নেওয়া বেড়াতে যাওয়া সব ভূমিকা পালন করেন। তবে তার জন্য তাকে ভালোই ট্যাকের টাকা খরচ করতে হবে। প্রথমত প্রতি ঘন্টার জন্য তাকে ৩০ ডলার করে দিতে হবে। বিকেল চারটের পর থেকে ডিউটি করতে হলে ২০% সারচার্জ লাগবে। রবিবার ডিনারে নিয়ে যৈতেও লাগবে আলাদা অর্থ।
কী কী করবেন এই ভাড়ার বাবা? স্কুলে বাচ্চাদের নিয়ে আসা যাওয়া, স্পোর্টসে নিয়ে যাওয়া ও বিভিন্ন অ্যাক্টিভিটি করাবে সে। জেমস আরও জানিয়েছেন, জীবনশৈলী সম্পর্কে শিক্ষাওদেবেন তিনি এবং গাড়ির রক্ষনাবেক্ষন সম্পর্কে জানাবেন।
এখানেই শেষ নয় পারিবারিক পার্টিতে যোগ দিতে হলেও লাগবে একস্ট্রা অর্থ। একই সঙ্গে ভাড়ার বাবাকে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে সেলফি তুলতেও লাগবে আলাদা অর্থ। টাকা ক্যাশে বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা দিতে পারবেন এবং ইচ্ছুকরা ফেসবুক ইনস্টাগ্রাম দেওয়া লিঙ্কে চেক করতে পারেন।