এবছরের মতোই আবার ২০৩৯ সালে মলমাসের কারণে মহালয়ার একমাস পরে হবে দুর্গাপুজো
মহালয়া মানেই পুজো শুরু হয়ে গেল,তবে প্রতিবারের থেকে এবছরটা একটু আলাদা। মহালয়ার ৩৫ দিন পরে দুর্গা পুজো।
প্রতিবছর আশ্বিন মাসে মা দুর্গা সন্তানদের নিয়ে তিনদিনের জন্য আসেন মর্ত্যলোকে।
পুজোর কটা দিন প্রাণের উৎসবে মেতে ওঠে বাঙালিরা। সমস্ত রকম আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে যায় বেশ কয়েকদিন আগে থেকেই, দশমী থেকে শুরু হয়ে যায় পরের বছর দেবীর আগমনের প্রতীক্ষা।
আবার প্রতিবারই মহালয়ার ভোরে শুরু হয়ে যায় মহামায়ার আগমনের আমেজ।
তবে এবার দেবীর আগমনের জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেক বেশি। পুজো এসেও যেন আসছে না।
তবে এবছর মহালয়ার পর কেন ৩৫ দিন অপেক্ষা করতে হবে দেবীর আগমনের জন্য জেনে নিন,
এর কারণ হল এবছর একই মাসে দুবার অমাবস্যা থাকায় আশ্বিন মাস মলমাস। মহালয়ার পরের দিন শুক্লা প্রতিপদে এবছর দেবীপক্ষ শুরু হচ্ছে না, কারণ ঐদিন থাকছে আশ্বিন মাসের প্রথম অমাবস্যা, আর আশ্বিন মাসের শেষ অমাবস্যা হচ্ছে ৩০ শে আশ্বিন, ১৬ ই অক্টোবর। আর অমাবস্যা তিথির শেষ হওয়ার পরেই শুরু হবে দেবীপক্ষ।
চন্দ্র মাস হয় ২৮ দিনে এবং সৌর মাস হয় ৩০ দিনে,
চন্দ্রমাস এবং সৌরমাসের নিয়মে প্রতি ২৮ থেকে ৩৫ মাসের ব্যবধানে মলমাস হয়।
মলমাস একই মাসে ফিরে ফিরে আসে প্রত্যেক ১৯ বছর অন্তর।
২০০১ সালেও মলমাস পড়েছিল আশ্বিন মাসে, আবার তার আগে ১৯৮২ সালে হয়েছিল মলমাস, আর প্রত্যেকবারই মলমাসের কারণে মহালয়া থেকে একমাসের বেশি সময় পর হয়েছিল দুর্গা পুজো।
আবার ১৯ বছর পর অর্থাৎ ২০৩৯ সালে আশ্বিস মাসে এই নিয়ম অনুসারে মলমাস থাকবে।