SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে ‘একান্নবর্তী‘ ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের হাত ধরেই এসেছে ‘ফ্যামিলি অ্যালবামের’ মতো পারিবারিক ছবি। তাছাড়া পরিচালক মৈনাকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘চিনি’ যা দর্শকের মন ছুঁয়ে গেছিলো।
পরিচালকের কথা অনুযায়ী “একান্নবর্তী ৫১ নয়, এক অন্ন” ছবিটি যৌথ পরিবারের মেজাজটাকে নতুন করে উদযাপন করবে, এবং বাড়ির পুজোয় একটা গোটা পরিবার মিলিত হবে। বাড়ির পুজোগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য টাকে তুলে ধরার চেষ্টা করেছি, তবে এই ছবিতে একটা হ্যাপি-সুইট ড্রামা আছে। যেটা এই মনখারাপ-করা সময়ে আমাদের পজিটিভিটি দেবে”।
এই ছবিতে অভিনয় করতে দেখা যায় অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র, অলকানন্দা রায়, গৌরব রায় চৌধুরী, অনন্যা সেন সহ আরো অনেকে।
গল্পটি দুই বোনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুই বোনের চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী ও অনন্যা। মায়ের চরিত্রে অপরাজিতা আর বাড়ির ঠাকুমার ভূমিকা থাকছেন অলকানন্দা রায়। ‘একান্নবর্তী’ ছবিটি এমন এক পরিবারের কথা বলবে যাদের মধ্যে এক সময় গভীর ভালোবাসা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসার সেই বাঁধন আলগা হয়ে গিয়েছিল। দুর্গাপুজোর সময় মনের যাবতীয় মলিনতা ধুয়ে যাবে এবং আবারও গমগম করে উঠবে ব্যানার্জী পরিবারের উঠোন। এমন মিলনের প্রেক্ষাপটেই তৈরী হয়েছে ‘একান্নবর্তী’।
ছবির কাহিনী নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক ভৌমিক। ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। আগামী ১৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি “একান্নবর্তী“।