সামনেই একুশের বিধানসভা ভোট। ভোটের আগেই সমস্ত দল কোমর বেঁধে নেমে পড়েছেন মাঠে। একুশে ক্ষমতায় আসতেই হবে। তারই মধ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এবারে রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ নাকি মুসলিমদের মন জয় করছেন। এমনই বললেন আলি হোসেন।
আলি হোসেনের মতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাকি বাংলা মায়ের দামাল ছেলে। তিনি দিলীপ ঘোষের নেতৃত্বে সংখ্যালঘু মোর্চা সমর্থন করেন। আলি হোসেন আরো বলেন “বাংলার আর এক জনদরদী ও মানবিক মুখ হলো দিলীপদা”। তিনি নাকি সর্বদাই তার এলাকার উন্নয়নের জন্য সমস্ত রকম সামগ্রী মুসলিম ভাইবোনদের হাতে তুলে দিয়েছেন। যার ফলে তিনি মুসলিমদের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন। তার এই স্পষ্টবাদী কথা বলার জন্য অনেক বিরোধী দল তাকে অনেক কথা বলেন কিন্তু আমরা তাকে যোগ্য দলনেতা বলেই মনে করি এমনই বলেন আলি হোসেন।
আলি হোসেন আরো জানান একুশের ভোটের পর বাংলায় আমূল পরিবর্তন হবে যা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বুঝতে পারছে। আর যার ফলে বাংলায় দুর্বার গতিতে এগিয়ে চলবে বিজেপি। যার প্রমাণ বিজেপি আগেই দিয়েছে লোকসভা ভোটে ১৮ টি আসন জিতে। তিনি অভিযোগও তোলেন, আলি বলেন ” ৩০ বছরে কংগ্রেস সরকার, ৩৫ বছরে ব্রামফ্রন্ট সরকার ও ১০ বছরে তৃণমূল সরকার বাংলার মুসলিমদের জন্য যা করেনি বিজেপি সরকার ক্ষমতায় না এসেও যা যা করেছেন তার জুড়ি মেলা ভার”।
এবার স্বয়ং দিলীপ ঘোষ মুসলিমদের মন জয় করছেন: আলি হোসেন।…
- Advertisment -