Home জেলার খবর এবার বিশ্ববিদ্যালয় হতে চলেছে 200 বছরের শ্রীরামপুর কলেজ...

এবার বিশ্ববিদ্যালয় হতে চলেছে 200 বছরের শ্রীরামপুর কলেজ…

দুশো বছর অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয়ের উন্নীত হয়নি শ্রীরামপুর কলেজ। হুগলি জেলায় বর্তমানে কোনও বিশ্ববিদ্যালয় না থাকায় একাধিক অধিবেশনে শ্রীরামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পক্ষে একাধিকবার প্রস্তাব রাখা হয়েছে। তবে শ্রীরামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যুক্তিযুক্ত ব্যাখ্যা থাকলেই সরকার এ বিষয়ে আলোকপাত করতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷প্রেসিডেন্সিকে বিশ্ববিদ্যালয়ের ২০০ বছরে তাকে তাকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় তার কারণ তার ২০০ বছর অতিক্রম করা নয় বরং তার কারণ প্রেসিডেন্সি কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার মতো পরিকাঠামো ছিল তাই বিশ্ববিদ্যালয় করা হয়েছে ৷
শ্রীরামপুর কলেজের সেইসমস্ত পরিকাঠামো আছে কি না দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।ডেনিশদের স্মৃতিজড়ানো শহর শ্রীরামপুর কলেজকেও ২০০ বছর হওয়ার সময় স্মরণীয় করে রাখতে কলেজ কর্তৃপক্ষ প্রচুর পরিকল্পনা করে রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন দেশের দ্বিতীয় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য।

শুধু বিশ্ববিদ্যালয়ই নয় কলেজের সম্প্রসারণ এবং পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধির ফলে কলকাতায় কলেজের একটি ক্যাম্পাস তৈরির প্রস্তাবও সেসময় পাঠানো হয় মুখ্যমন্ত্রী কাছে।
শ্রীরামপুর কলেজের দুশো বছরের পূর্তির সময় কলেজ কর্তৃপক্ষ তরফে নতুন উদ্যোগ নেওয়া হয়, যেখানে কলা, বানিজ্য, বিঞ্জান বিভাগে স্নাতকের পর স্নাতকোত্তর পড়াশুনাও চালু করে প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে থিওলজির জন্য এই কলেজকে বিশ্ববিদ্যালয় বলা হয়। ১৮১৮ সালে অল্ডিন হাউজে মাত্র ৩৭ জন গড়ে উঠেছিল শ্রীরামপুর কলেজ। এই কলেজ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছিলেন উইলিয়াম কেরি, জ্যেশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড।
১৮২৭ সালে ডেনমার্কের সেইসময়কার রাজা ষষ্ঠ ফ্রেডরিক এই কলেজকে বিশ্ববিদ্যালয়ের তকমা দেন৷
কলেজের দুশো বছরে স্নাতকোত্তরের পাশাপাশি জুলজি, বোটানি, ফিজিওলজি পড়ুয়াদের জন্য ছাত্রাবাস, বর্তমানে জড়াজীর্ণ অবস্থায় থাকা অল্ডিন হাউসের সংস্কার করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ৷

- Advertisment -

জনপ্রিয়

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া, সমাজের লক্ষ্মী’…

অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় তৈরি হতে চলেছে ‘নির্ভয়া' সমাজের লক্ষ্মী’। কিন্তু এই ছবির সঙ্গে নির্ভয়া কাণ্ডের কোনো মিল নেই। একটি ১৩ বছরের মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার...

লোকগান ‘ঠাকুরজামাই’ মিউজিক ভিডিওতে অন্যরূপে দেখা মিললো স্বস্তিকা দত্তের….

ছোট পর্দা ও বড়ো পর্দার বেশ পরিচিত মুখ স্বস্তিকা দত্ত. কখনো রাধিকা রূপে কখনো ডালি রূপে আবার কখনো কবিতা রূপে দেখা মিলেছে তার. প্রথমবার...

Platform 8 OTT’ তে সদ্য রিলিজ হলো সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার ছবি “সর্ষেফুল”…

সম্প্রতি আকাশ বাংলার প্রস্তুতি প্লাটফর্ম 8 OTT তে সদ্য মুক্তি পেলো Roll Camera Action এর প্রযোজনায় নির্মিত, এবং সৌভিক মন্ডল পরিচালিত এর এক ভিন্ন ধারার...

মুক্তি পেলো অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “শিউলি”…

এই পুজোয় মুক্তি পেলো জয় রায় এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'শিউলি'। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী ও প্রকাশ শিকদার। পরিচালক তাদের এই স্বল্প দৈর্ঘ্যের...