রিলিজ করলো বোনাফায়েড স্টুডিও এর প্রযোজনায় অরূপ সেনগুপ্ত পরিচালিত প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি এ.কে.Ray ছবির ট্রেলার। ছবির পোস্টার রিলিজ এর সাথে সাথেই দর্শকের মন জয় করেছে অরূপ সেনগুপ্ত এর ছবি এ.কে.Ray। এবার ট্রেলার মুক্তি পাবার সাথে সাথেই দর্শকের মনে বেশ উৎসাহ সৃষ্টি করেছে।
ছবিটি নিয়ে এ.কে.Ray পুরো টিম খুবই আশাবাদী। তাদের পূর্ণ বিশ্বাস ছবিটি সংলাপ বিহীন হলেও দর্শক তথা সমগ্র সমাজে এক অভিনব বার্তা পৌঁছাবে এই ছবি। কারণ বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে চেতন ও অবচেতনের লড়াইয়ের গল্প বলবে অরূপ সেনগুপ্ত এর ছবি এ.কে.Ray
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্ক রায়চৌধুরী কে। ট্রেলারে তার অভিনয়ও মানুষের মন ছুঁয়ে গেছে।
Story: পিনাক পানি দেব
Music: অরিন
Background Music: পল্লব চক্রবর্তী
Arrengement: Talky Studio
এর সাথেই অরূপ সেনগুপ্ত জানান খুব শীঘ্রই আসতে চলেছে “Arohan Production” এর প্রযোজনায় তার পরিচালনা দ্বিতীয় ছবি “Unethical”