অপরাজিত বলতেই আমরা বুঝি যিনি পরাজয় মানতে শেখেন নি, বা যিনি পরাজিত নন। এখানে অপরাজিত হলো আমাদের বাঙালির প্রিয় “অপু”। বাঙালি তথা বিশ্বের কাছে তিনি অপরাজিত। সমগ্র বিশ্বের কাছে তার পরিচয় মৃত্যু কখনোই কেড়ে নিতে পারবে না। তাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে দক্ষিণ কলকাতার একটি পূজো কমিটির থিম “অপরাজিত”।
দক্ষিণ কলকাতার কদু ঘাট অঞ্চলের ব্যানার্জী পাড়া এবার ১৭ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাই এইবছর তাদের থিম অপরাজিত। সৌমিত্র চট্টোপাধ্যায় কে সম্মান জানাতে তাদের এই উদ্যোগ। সারা মন্ডপ জুড়ে থাকবে অপুর প্রায় সাড়ে ৩০০ ছবি। সেই ছবির মধ্যে থাকবে কিছু হাতে আঁকা, কিছু ইলাস্ট্রেশন,
কিছু গ্রাফিক্স এবং কিছু অরিজিন্যাল পোস্টার। সেই মত বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ফ্রেম। তাই সেই ভাবনা অনুযায়ী তাদের এবারের উদ্যোগ অপরাজিত… ১৯৩৫ এর অনন্তকাল।
সূত্রের খবর অনুযায়ী কমিটির সদস্যদের মন্তব্য, তাদের পরিকল্পনা ছিল সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় কে নিয়ে এসে পূজোর উদ্বোধন করানোর,
কিন্তু তারা দুজনই অসুস্থ তাই তাদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করা সম্ভব নয়। তবু তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। উদ্যোক্তা মিন্টু মালাকার এবং এস আর মল্লিক জানান এবছর তাদের ভাবনা কিছু অন্যরকম ছিল কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় এর মৃত্যুর পর তারা তাদের চিন্তাধারার কিছু পরিবর্তন করেন। তাদের বক্তব্য যতটা সম্ভব সৌমিত্র বাবুকে সম্মান দেওয়া যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় কে শ্রদ্ধা জানাতে এবারের জগদ্ধাত্রী পূজোর থিম “অপরাজিত”