পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়ে গেলো। উমা ফিরছে তার ঘরে। আর এই দেবীপক্ষের শুরুতেই মুক্তি পেলো ইন্ডিপেন্ডেন্ট ছবি ‘সতী আর ফিরবে না‘ এর প্রথম টিজার। মহালয়ার পুন্য তিথিতে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লার্টফর্মে মুক্তি পেয়েছে ‘সতী আর ফিরবে না‘ এর টিজার।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জ্যামি ব্যানর্জি, সৌরভ বিট্টু, গৌরব চক্রবর্তী, অরিন্দম, এবং সুমা দে।
যেহেতু এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি সেই কারণে ছবি নির্মাণের শুরু থেকেই ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলেছে ছবির পুরো টিম। ইন্ডিপেন্ডেন্ট ছবি হলেও এই ছবি যেকোনো বিগ বাজেটের ছবিকে টক্কর দিতে পারবে এমনটাই মনে করেন পরিচালক অভি মিত্র এবং অভিনেতা, অভিনেত্রী সহ এই ছবির পুরো টিম।
এই ছবির বিষয় পরিচালক অভি মিত্র জানান “আমরা ইনডিপেনডেন্ট ছবির ক্ষেত্রে অনেক লড়াই আর সংগ্রাম করেছি যার ফলস্বরূপ আজ ছবির প্রথম টিজার আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ‘সতি আর ফিরবে না’ ছবি ঘিরে আমাদের প্রত্যেকের অনেক আশা রয়েছে। কোনো বড় প্রযোজনা সংস্থার সহায়তা না থাকায় আমরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই এই টিজার দর্শদের সামনে তুলে ধরছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
ছবিতে একটা গান আছে, গানটির সুর করেছি আমি, এবং গানটি শোনা যাবে সঙ্গীত শিল্পী সৌম্য-এর কণ্ঠে। সেই গানের কিছু ঝলকও রয়েছে টিজারে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ টিজারটা আপনারা দেখুন, দেখে ভালো মন্দ বিচার করুন, সব সময় পজেটিভ রিভিউ চাইছি এমন নয়, মানুষ যদি দেখে ভুল ত্রুটি গুলোও ধরিয়ে দেন সে ক্ষেত্রে আমরা পরবর্তী কালে অনেক এগিয়ে যেতে পারবো। সবশেষে একটাই কথা বলবো আপনারা ইনডিপেনডেন্ট ছবি দেখুন, এ ধরণের ছবির পাশে থাকুন।”
ছবির কাহিনী, সঙ্গীত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন অভি মিত্র। ক্যামেরার
দায়িত্বে রয়েছেন দেবাশীষ দে, স্ক্রিপ্ট লিখেছেন তারাশ্রী ঘোষ। এবং ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘ফিউচার ফিচার ফিল্মস’ ও ‘ইউনিক ক্রিয়েশান’।