প্রত্যেকটা স্তরের মানুষই অতিমারির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে। বাইরে গিয়ে কনসার্ট দেখা বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা এতদিন প্রায় সবই থমকে দাঁড়িয়ে ছিল। কিন্তু মানুষকে বিনোদন থেকে বিরত রাখেননি শিল্পীরা। অনলাইনে প্রতি নিয়ত নিজেদের শৈল্পিক সত্ত্বার দ্বারা তারা মানুষের মনোরঞ্জন করে চলেছেন। কিন্তু পরিস্তিতি কিছুটা স্থিতিশীল হতেই দীর্ঘদিন বন্ধ থাকা সিনেমা হল খুলেছে। কিন্তু এখনো আতঙ্ক কাটেনি দর্শকের,
তাই ৫০ শতাংশের বেশি সিনেমাপ্রেমী মানুষেরা যেতে পারছে না সিনেমা হলে। যারফলে বেশিরভাগ মানুষই আকৃষ্ট হয়ে পড়েছে ওটিটি প্লার্টফর্মের প্রতি। এখন মানুষ বেশিরভাগ সময়টাই কাটাচ্ছে অনলাইন মুভি ও ওয়েব সিরিজ দেখে।
বর্তমানে এখন বিভিন্ন অ্যাপে সিনেমা দেখা যায়। তেমনই একটি অ্যাপ রিলিজ করতে চলেছে “Flixbug”, এই অ্যাপে দর্শক নতুন থেকে পুরনো, বাংলা থেকে হিন্দি সব ধরনের সিনেমা দেখতে পাবে। এককথায় বলা বাহুল্য “Flixbug” অ্যাপ নতুন এবং পুরনো দুইয়ের মেলবন্ধন।
এই “Flixbug” অ্যাপ নিয়ে হাজির হয়েছেন শ্রী দেব চক্রবর্তী। আগামী বছর মুক্তি পাবে “ভূমি” সিনেমা। তারই মাঝে রিলিজ করলো “ভূমি” সিনেমার টিজার।
সতীদাহ প্রথা থেকে শুরু করে নারী ভ্রূণ হত্যা চলেই আসছে। পুরুষ তান্ত্রিক সমাজে নারীরা আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শোষণের শিকার। সমাজে আজও নারীদের ওপর অত্যাচার চলছে এমনকি নারীদের শিক্ষা থেকেও বঞ্চিতও রাখা হচ্ছে। এই ভাবেই এক নারীর নিজেকে বাঁচিয়ে রাখার গল্পই “ভূমি” তাই অবশ্যই চোখ রাখতে হবে “Filxbug” অ্যাপে।
এই ব্যাপারে দেব চক্রবর্তীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন “খুব তাড়াতাড়ি “Filxbug” বিদেশেও পাড়ি দিতে চলেছে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। “Filxbug” এ প্রচুর হিন্দি মুভিও আসতে চলেছে। এছাড়াও পরিচালক অভিনব হালদারের সাথে একটি মুভির কাজ শুরু হতে চলেছে ছবির নাম “INDULGENCIA”