বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কী থাকার অনুমতি মিলল সৌরভের? দেখুন বিস্তারিত
বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভের মেয়াদ কী আর এক সপ্তাহ? চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টের রায় ঘোষনার আগে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ও সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধিতে স্বস্তির শ্বাস! আইপিএলের স্পট ফিক্সিং মামলার পিটিশনার আদিত্য বর্মা জানালেন, তার আইনজীবিরা তাঁর বিরুদ্ধে কোন রায় রাখবেন না। অর্থাৎ সৌরভের মেয়াদ বৃদ্ধিতে তার কোন আপত্তি নেই।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ সুপ্রিম কোর্টে সৌরভের মেয়াদ বাড়ানোর শুনানি ঘোষনা হবে। শীর্ষ আদালত অতি শীঘ্র এই ভ্যাপারে মতামত জানাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা ও বোর্ড মিলিয়ে টানা ছয় বছরের বেশী কেউ থাকতে পারবেন না। সেই নিয়মানুযায়ী, সৌরভের মেয়াদ শেষ হচ্ছে আগামী সপ্তাহে, আর জয়ের মেয়াদ তো শেষ হয়ে গিয়েছে। তবে বোর্ড একটানা ছয় বছর সৌরভ – জয়কে পদে রাখতে চাইছে।
এই সিদ্ধান্তে আদিত্য বর্মার কোন আপত্তি নেই। তিনি ভারতীয় কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভকেই দেখতে চেয়েছেন। সংবাদমাধ্যমে বিহারের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কন্ট্রোল বোর্ডের সচিব আদিত্য বলেছেন,” আমি বরাবর বলে এসেছি বিসিসিআই চালানোর জন্য সৌরভ একেবারে উপযূক্ত। আমার বিশ্বাস দাদা ও জয় মিলিতভাবে বোর্ডকে ঠিক করার জন্য নিশ্চই সময় পাবে। আমার বা বিহারের ক্রিকেট সংস্থার তরফ থেকে কোনরকম আপত্তি নেই। “