Home দেশ প্যাণ্টের ভিতর ঢুকে গেলো আস্ত বড়ো বিষধর সাপ। তারপর কি হলো? দেখুন...

প্যাণ্টের ভিতর ঢুকে গেলো আস্ত বড়ো বিষধর সাপ। তারপর কি হলো? দেখুন ভিডিও….

যুবকের প্যান্টে সাপ ঢুকে যাওয়ায় টানা সাত ঘন্টা একইভাবে দাঁড়িয়ে যুবক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

বর্ষাকালে সাপের কামড়ে মানুষের মৃত্যু যেমন চোখে পড়ে তেমনই দেখা যায় জঙ্গল থেকে লোকালয়ে, বাড়িতে ঢুকে পড়ছে সাপ, যার ফলে আতঙ্কিত হচ্ছে মানুষ। এমনতেই সাপ দেখলে ভয় পেয়ে যায় মানুষ, সেখানে সাপের সঙ্গে টানা সাত ঘন্টা ছিল এক যুবক। উত্তর প্রদেশের মির্জাপুরে যুবকের প্যান্টের ভিতরে বিষধর সাপ ঢুকে পড়ার পরও তিনি ধৈর্য্য নিয়ে দাড়িয়ে ছিলেন টানা সাত ঘন্টা।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জামালপুর থানা এলাকায় সিকান্দারপুর গ্রামে, সেখানে এক যুবক বিদ্যুতের খুঁটি লাগানোর কাজের পর
রাতে অন্যান্য শ্রমিকদের মতোই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সেই সময়ে লবলেশ কুমার নামে এক যুবকের জিন্সের প্যান্টের মধ্যে ঢুকে যায় এক বিষাক্ত সাপ।

প্যান্টের ভেতর থেকে কিছুতেই বেরোতে চায় না সাপ, সাপটিকে বের করতে না পেরে ওই যুবককে সারারাত প্রায় সাত ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হয়।

ভোর হতেই ডাকা হয় সাপুড়েকে, সাপুড়ে সাবধানে ওই সাপটিকে বের করে নেয় যুবকের প্যান্ট থেকে।
ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই।

দীর্ঘক্ষণ সাপটি ওই যুবকের গায়ে থাকলেও বিষধর সাপের কামড় থেকে ওই যুবক বেঁচে গেছেন, যা প্রায় আশ্চর্য। ঘটনাস্থলে সাপুড়ে পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন পুলিশ, চিকিৎসক। সাপটি কামড় দিলে যাতে দ্রুত চিকিৎসা করানো যায় তাই সেখানে আনা হয়েছিল অ্যাম্বুলেন্সও। ওই যুবক যেভাবে অসীম ধৈর্য সহকারে টানা সাতঘণ্টা দাঁড়িয়ে ছিল তার প্রশংসা করছেন সকলে

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...