গণতন্ত্র বাঁচাও কর্মসূচী পালিত হল চুঁচুড়া এবং শ্রীরামপুরে
বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার এবং পুলিশ প্রশাসনের তাতে সাহায্য করার প্রতিবাদে শুক্রবার শ্রীরামপুর আদালত চত্বরে গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলে বিজেপি নেতৃত্ব।
রাজ্যজুড়ে পালিত হচ্ছে পালিত হচ্ছে গণতন্ত্র বাঁচাও কর্মসূচী। পুলিশের মদতে তৃণমূলের গুন্ডারা মেরে ফেলছে বিজেপির কর্মীদের,
প্রধানমন্ত্রীর কৃষকদের জন্য যে টাকা বরাদ্দ করছে তা পাচ্ছে না কৃষকরা, নামের নথি জমা দেওয়া হয়নি। বিজেপি নেতা কর্মীদের খুন করা হচ্ছে, সম্প্রতি একজনকে থানায় নিয়ে গিয়ে এমন ভাবে মারা হয় যে সে মারা যায়, এবং বলা হয় সে হার্ট অ্যাটাকে মারা গেছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্নায় যোগ দেন বিজেপি রাজ্য নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
শ্রীরামপুর এর পাশাপাশি এদিন চুঁচুড়াতেও বিজেপির কর্মী সদস্যরা গণতন্ত্র বাঁচাও কর্মসূচী পালন করেন।
হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় স্মারক লিপি জমা করেন চুঁচুড়া সদর মহকুমা শাসককে৷ তিনি বলেন পরিযায়ী শ্রমিকদের আবার ফিরে যেতে হয়েছে কারণ পশ্চিমবঙ্গে তাদের কর্মসংস্থান নেই, শিক্ষার অবস্থা বেহাল।