Home উৎসব "পাই" এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো “পাইয়ের উৎসব”। “দ্য পাই হাউসের” পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা হলো “দ্য পাই উইক”।

পাই হাউস কলকাতার বুকে তৈরি হওয়া এমন একটি cafe যেখানে পাই এর নানান ভ্যারাইটি পাওয়া যায়। তাই পাই উইক উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে চললো নানান অনুষ্ঠান। এমনকি খাবারের ওপর দেওয়া হয়েছিল 20% ডিসকাউন্ট।

সাধারণত বাঙালীরা পাই মানে বোঝে dessert জাতীয় খাবার। কিন্তু এই cafe তে গেলে আপনি পাবেন প্রচুর “savoury পাই”। তাই কলকাতার প্রচুর মানুষ “দ্য পাই হাউসে” গিয়ে বিভিন্ন রকমের পাই খেয়ে এই “পাই উইক” সেলিব্রেট করেন।

এই শীতের মরশুমে এমন এক উৎসবের অংশ হতে পেরে বাঙালী আত্মহারা।

কিছু মানুষের কাছে এই “পাই” ব্যাপারটা নতুন বলে মনে হলেও, বিভিন্ন রকম “পাই” খাবার টেস্ট করার পর তারা বুঝেছেন এরকম একটা ইনোভেটিভ খাবার কলকাতায় আরো থাকা দরকার।

পাই উৎসবে এত ভালো সাড়া পেয়ে “দ্য পাই হাউসের” কর্ণধার পূর্বালী এবং অনির্বাণ খুবই আনন্দিত। এত মানুষ যেভাবে এই উৎসবে অংশ গ্রহণ করে “দ্য পাই উইক” কে সাকসেসফুল বানিয়েছেন তার জন্য তারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...