Home উৎসব "পাই" এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো “পাইয়ের উৎসব”। “দ্য পাই হাউসের” পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা হলো “দ্য পাই উইক”।

পাই হাউস কলকাতার বুকে তৈরি হওয়া এমন একটি cafe যেখানে পাই এর নানান ভ্যারাইটি পাওয়া যায়। তাই পাই উইক উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে চললো নানান অনুষ্ঠান। এমনকি খাবারের ওপর দেওয়া হয়েছিল 20% ডিসকাউন্ট।

সাধারণত বাঙালীরা পাই মানে বোঝে dessert জাতীয় খাবার। কিন্তু এই cafe তে গেলে আপনি পাবেন প্রচুর “savoury পাই”। তাই কলকাতার প্রচুর মানুষ “দ্য পাই হাউসে” গিয়ে বিভিন্ন রকমের পাই খেয়ে এই “পাই উইক” সেলিব্রেট করেন।

এই শীতের মরশুমে এমন এক উৎসবের অংশ হতে পেরে বাঙালী আত্মহারা।

কিছু মানুষের কাছে এই “পাই” ব্যাপারটা নতুন বলে মনে হলেও, বিভিন্ন রকম “পাই” খাবার টেস্ট করার পর তারা বুঝেছেন এরকম একটা ইনোভেটিভ খাবার কলকাতায় আরো থাকা দরকার।

পাই উৎসবে এত ভালো সাড়া পেয়ে “দ্য পাই হাউসের” কর্ণধার পূর্বালী এবং অনির্বাণ খুবই আনন্দিত। এত মানুষ যেভাবে এই উৎসবে অংশ গ্রহণ করে “দ্য পাই উইক” কে সাকসেসফুল বানিয়েছেন তার জন্য তারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।

- Advertisment -

জনপ্রিয়

সরস্বতী নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে

করোনা প্রকোপ খানিক শান্ত হতে না হতেই এই শীতের মরসুমে নাট্যপিপাসু দর্শকদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া নাট্যোৎসবে...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো "পাইয়ের উৎসব"। "দ্য পাই হাউসের" পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা...

কলকাতা প্রেক্ষাপট এর নাট্য – পার্বণ

ভারতীয় সংকৃতির পীঠস্থান আমাদের এই বাংলা । নাট্যচর্চা বাংলার তথা ভারতীয় সংস্কৃতির এক অভূতপূর্ব ধারাকে বহন করে নিয়ে চলেছে প্রাচীনকাল থেকেই । বরাবরই বিভিন্ন...

সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথীর কার্ড করাবো” বললেন দিলীপ ঘোষ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবার সামিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য সাথীর কার্ড করেছেন দিলীপ ঘোষ ও তার পরিবার এমনই দাবি করলেন বীরভূম...