Home উৎসব "পাই" এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো...

“পাই” এর উৎসবে মাতলো কলকাতা। ২০ থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত চললো সেলিব্রেশন

কলকাতায় গল্ফগ্রীনে পুরো সপ্তাহ ধরে চললো “পাইয়ের উৎসব”। “দ্য পাই হাউসের” পক্ষ থেকে আন্তর্জাতিক পাই ডে উপলক্ষে ২০ থেকে ২৬ শে জানুয়ারি সেলিব্রেট করা হলো “দ্য পাই উইক”।

পাই হাউস কলকাতার বুকে তৈরি হওয়া এমন একটি cafe যেখানে পাই এর নানান ভ্যারাইটি পাওয়া যায়। তাই পাই উইক উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে চললো নানান অনুষ্ঠান। এমনকি খাবারের ওপর দেওয়া হয়েছিল 20% ডিসকাউন্ট।

সাধারণত বাঙালীরা পাই মানে বোঝে dessert জাতীয় খাবার। কিন্তু এই cafe তে গেলে আপনি পাবেন প্রচুর “savoury পাই”। তাই কলকাতার প্রচুর মানুষ “দ্য পাই হাউসে” গিয়ে বিভিন্ন রকমের পাই খেয়ে এই “পাই উইক” সেলিব্রেট করেন।

এই শীতের মরশুমে এমন এক উৎসবের অংশ হতে পেরে বাঙালী আত্মহারা।

কিছু মানুষের কাছে এই “পাই” ব্যাপারটা নতুন বলে মনে হলেও, বিভিন্ন রকম “পাই” খাবার টেস্ট করার পর তারা বুঝেছেন এরকম একটা ইনোভেটিভ খাবার কলকাতায় আরো থাকা দরকার।

পাই উৎসবে এত ভালো সাড়া পেয়ে “দ্য পাই হাউসের” কর্ণধার পূর্বালী এবং অনির্বাণ খুবই আনন্দিত। এত মানুষ যেভাবে এই উৎসবে অংশ গ্রহণ করে “দ্য পাই উইক” কে সাকসেসফুল বানিয়েছেন তার জন্য তারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...