১৫ জুন রিলিজ করলো অরূপ সেনগুপ্ত পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি এ.কে.Ray ছবির অফিসিয়াল পোস্টার। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্ক রায় চৌধুরী।
বোনাফায়েড স্টুডিও এর প্রযোজনায় অরুপ সেনগুপ্তের প্রথম ছবি এ.কে.Ray… আমি কে? এটি ৪০ মিনিটের শর্ট ফিল্ম। খুব শীঘ্রই ছবিটি ফিল্ম ফেস্টিভ্যাল এবং OTT প্লার্টফর্ম এ মুক্তি পেতে চলেছে। ছবির শ্যুটিং এর কাজও প্রায় শেষের পথে।
বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে চেতন ও অবচেতনের লড়াই এর গল্প বলবে অরূপ সেনগুপ্ত এর ছবি এ.কে.Ray…
ছবিটি নিয়ে এ.কে.Ray পুরো টিম ভীষন আশাবাদী। তারা জানান “ছবিটি তৈরী করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ঠিকই কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা কে উপেক্ষা করে আমরা দর্শকের কাছে একদম ভিন্ন স্বাদের ছবি পরিবেশন করতে চলেছি। আশা করছি ছবিটি দর্শকের মন জয় করবে”।