রাত পোহালেই বড়দিন। আর এই বড়দিনেই চন্দ্রানী দাসের প্রযোজনায় এবং মায়া এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেতে চলেছে নতুন মিউজিক ভিডিও ‘ভুল না পায়ে‘। এই গানটির সুরকার এবং গীতিকার পার্থ ব্যানার্জী।
এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যাবে সংগীত শিল্পী পার্থ ব্যানার্জী এবং অভিনেত্রী চন্দ্রানী দাসকে। ইতিমধ্যে মিউজিক ভিডিওটির পোস্টের সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটি মুক্তির ব্যাপারে চন্দ্রানী দাস জানান “আগামী ২৫শে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে রোমান্টিক মিউজিক ভিডিও ‘ভুল না পায়ে‘। এই মিউজিক ভিডিওটি নিয়ে আমরা ভীষণ আশাবাদী। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে”।
মিউজিক ভিডিওর ভাবনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন চন্দ্রানী ও অজিতাভ। মিউজিক ভিডিওর সম্পাদনা করেছেন অজিতাভ বরাট। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সুশোভন চক্রবর্তী। মেক আপ ও কেশ বিন্যাসে রয়েছেন শক্তি দাস।