গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নতুন উদ্যোগ , অনলাইনে হল বেঙ্গল ক্যুইন সিজিন- 2 এর সেমিফাইনাল
ওমেন এমপাওয়ারমেন্ট এর যথাযথ উদাহরণ প্রকাশের মাধ্যমে ‘বেঙ্গল কুইন’ সিজন’ –২ বাছতে চলেছে সেরার সেরাকে। শুধু বিউটি কনটেস্টই নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সৌন্দর্য্যের সাথে সাথে বুদ্ধি মত্তারও বিচার করে দেখা হয়, এক কথায় বিউটি উইথ ব্রেনকে তুলে ধরা হয়। সৌন্দর্য যে মন এবং মস্তিষ্ক উভয়ের মধ্যেই বিরাজমান তার প্রমাণ মিলেছে ‘বেঙ্গল কুইন’এর সেমিফাইনালে। এর সেমিফাইনালিস্টরা বাহ্যিক সৌন্দর্য্যের পাশাপাশি বুদ্ধি এবং মনের দিক থেকেও সমান সুন্দর। সাম্প্রতিক সময়ে বিউটি প্যাজেন্টের সর্বচূড়ায় থাকা ‘বেঙ্গল কুইন’ কলকাতার পাশাপাশি গোটা ভারতে একটি অসাধারণ দৃষ্টান্ত তুলে ধরেছে অনলাইনে সেমিফাইনালের অভিনব প্রয়াসটির দ্বারা।
‘বেঙ্গল কুইন’ সিজিন-২ এর সমিফাইনালে উপস্থিত ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রির স্বনামধন্য বহু ব্যক্তিত্ব। ইন্দ্রনীল মুখার্জী, জোজো মুখার্জী, দেবদূত ঘোষ, সমীর ঘোষ ছাড়াও বহু প্রতিভাবান ব্যক্তির উপস্থিতি সেখানে লক্ষ করা যায়। করোনা-র আবহে চারিদিক যেখানে মাস্ক, ও লকডাউনের সীমারেখায় আবদ্ধ সেখানে ‘বেঙ্গল কুইন‘ অনলাইনে উন্নত টেকনোলজির মাধ্যমে প্রায় ৭০ জন প্রতিযোগীদের নিয়ে এই সেমিফাইনালের বিশেষ আয়োজন করেন। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এ এক নতুন ধারা। বেঙ্গল কুইন এর ফাইনালিস্টদের মধ্যে শিলিগুড়ি ও কলকাতা মিলিয়ে রয়েছে প্রায় ৩৫ জন। এখন সকলের নজর ‘বেঙ্গল কুইন’ এর grand finale-এর দিকে।
যেখানে ফাইনালিস্টদের মধ্যে বেছে নেওয়া হবে সেরার সেরাকে।