3p প্রোডাকশনের পক্ষ থেকে এবং Arup Sengupta-র পরিচালনায় ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে “অনুভবে” মিউজিক ভিডিওটি. সম্প্রতি মুক্তি পেলো “অনুভবে” মিউজিক ভিডিওটির টিজার. বাংলাদেশ ও কানাডার সম্মিলিত প্রয়াসে শ্যুট করা হয়েছে এই রোমান্টিক মিউজিক ভিডিওটি.
এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ঋদ্ধিষ চৌধুরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচায্য বাবলি কে.
“অনুভবে” গানের পরিচালনা করেছেন Arup Sengupta, DOP দায়িত্বে রয়েছেন Roze Alam গানের কথা নীল মাহাবুব ও Nice Noor এর. সুরকার Asheq Manzur, এবং এই গানটি গেয়েছেন মাহাতিমঃ শাকিব ও দোলা রহমান.