Home ফিল্ম মুক্তি পেতে চলেছে রৌনক ধর প্রযোজিত ও দাস দীপঙ্করের পরিচালিত ছবি "তোমায়...

মুক্তি পেতে চলেছে রৌনক ধর প্রযোজিত ও দাস দীপঙ্করের পরিচালিত ছবি “তোমায় পাচ্ছি কই”…

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের প্রযোজনায় ও দাস দীপঙ্করের এর পরিচালনায় নতুন ছবি “তোমায় পাচ্ছি কই“। এটি দাস দীপঙ্করের পরিচালিত প্রথম ছবি

এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিক দাসমৌমিতা হালদার কে, এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাগ্নিক চক্রবর্তী , রৌনক ধর সহ আরও অনেকেই।

এই সিনেমার সিনেমাটোগ্রাফি ও ডি.ও.পি করেছেন সাগ্নিক ও শুভম। এই ছবিতে গান গেয়েছেন ও লিখেছেন দাস দীপঙ্কর

গল্পটা মূলত গান কেন্দ্রিক, একটা ছেলে যে বাংলা গান লিখতে এবং গাইতে ভালোবাসে। কিন্তু বারবার চাকরি সূত্রে বিভিন্ন শহর ঘুরে অবশেষে স্বপ্নের শহর কলকাতায় আসে, তাহলে কি স্বপ্নের শহরে এসে
তার স্বপ্ন পূরণ হবে তো ? আর সেই স্বপ্নপূরণের পথেই তার প্রিয় মানুষটির সাথে আলাপ হয়, আর তার সাথে গানের টানে ‘তোমায় পাচ্ছি কই ?

এই ছবির প্রসঙ্গে জানতে চাইলে ছবির প্রযোজক রৌনক ধর জানান ” ছবিটির ভাবনা সম্পূর্ণ আলাদা, এবং সকলেই খুব ভালো কাজ করেছে আশাকরি দর্শকের ভালো লাগবে ”

এই ছবির প্রসঙ্গ নিয়ে ছবির পরিচালক দাস দীপঙ্কর জানান ” আমি অনেকদিন ধরে এই রকম একটা গল্প ভাবছিলাম যেখানে নতুন কিছু থাকবে, যা দেখে দর্শকের মন ছুঁয়ে যাবে, আমরা দুদিনে এই ছবিটা নাবাই এবং প্রচন্ড আশাবাদী যে দর্শকেরও ভালো লাগবে”


এই ছবির অভিনেতা অভিক দাস জানান “আমার খুবই ভালো লেগেছে কাজটা করে এটা আমার রৌনক আর দীপঙ্করের সাথে প্রথম কাজ, ছবির গল্পটা আমায় মুগ্ধ করেছিল, দর্শক অনেক নতুন কিছু দেখতে পাবে এই ছবিতে”

এই ছবির অভিনেত্রী মৌমিতা হালদার জানান “রৌনক এর সাথে এটা আমার দ্বিতীয় কাজ এবং দীপঙ্কর এর সাথে প্রথম কাজ , খুবই ভালো লেগেছে কাজটা করে এবং আমরা খুবই আশাবাদী ছবিটা নিয়ে ”

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...