খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রৌনক ধরের প্রযোজনায় ও দাস দীপঙ্করের এর পরিচালনায় নতুন ছবি “তোমায় পাচ্ছি কই“। এটি দাস দীপঙ্করের পরিচালিত প্রথম ছবি।
এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিক দাস ও মৌমিতা হালদার কে, এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাগ্নিক চক্রবর্তী , রৌনক ধর সহ আরও অনেকেই।
এই সিনেমার সিনেমাটোগ্রাফি ও ডি.ও.পি করেছেন সাগ্নিক ও শুভম। এই ছবিতে গান গেয়েছেন ও লিখেছেন দাস দীপঙ্কর ।
গল্পটা মূলত গান কেন্দ্রিক, একটা ছেলে যে বাংলা গান লিখতে এবং গাইতে ভালোবাসে। কিন্তু বারবার চাকরি সূত্রে বিভিন্ন শহর ঘুরে অবশেষে স্বপ্নের শহর কলকাতায় আসে, তাহলে কি স্বপ্নের শহরে এসে
তার স্বপ্ন পূরণ হবে তো ? আর সেই স্বপ্নপূরণের পথেই তার প্রিয় মানুষটির সাথে আলাপ হয়, আর তার সাথে গানের টানে ‘তোমায় পাচ্ছি কই ?
এই ছবির প্রসঙ্গে জানতে চাইলে ছবির প্রযোজক রৌনক ধর জানান ” ছবিটির ভাবনা সম্পূর্ণ আলাদা, এবং সকলেই খুব ভালো কাজ করেছে আশাকরি দর্শকের ভালো লাগবে ”
এই ছবির প্রসঙ্গ নিয়ে ছবির পরিচালক দাস দীপঙ্কর জানান ” আমি অনেকদিন ধরে এই রকম একটা গল্প ভাবছিলাম যেখানে নতুন কিছু থাকবে, যা দেখে দর্শকের মন ছুঁয়ে যাবে, আমরা দুদিনে এই ছবিটা নাবাই এবং প্রচন্ড আশাবাদী যে দর্শকেরও ভালো লাগবে”
এই ছবির অভিনেতা অভিক দাস জানান “আমার খুবই ভালো লেগেছে কাজটা করে এটা আমার রৌনক আর দীপঙ্করের সাথে প্রথম কাজ, ছবির গল্পটা আমায় মুগ্ধ করেছিল, দর্শক অনেক নতুন কিছু দেখতে পাবে এই ছবিতে”
এই ছবির অভিনেত্রী মৌমিতা হালদার জানান “রৌনক এর সাথে এটা আমার দ্বিতীয় কাজ এবং দীপঙ্কর এর সাথে প্রথম কাজ , খুবই ভালো লেগেছে কাজটা করে এবং আমরা খুবই আশাবাদী ছবিটা নিয়ে ”