Home দেশ চতুর্থ সন্তানের জন্ম দিলেন রিকি মার্টিন ও তার পুরুষ স্ত্রী...

চতুর্থ সন্তানের জন্ম দিলেন রিকি মার্টিন ও তার পুরুষ স্ত্রী…

চার সন্তানের পিতা রিকি মার্টিন বিয়ে করেছিলেন সমকামীকে

দ্য কাপ অফ লাইফ খ্যাত জনপ্রিয় গায়ক রিকি মার্টিনের জীবনের কাহিনী সকলের চেয়ে একটু আলাদা। তিনি নারী নয় এক পুরুষ কে বিয়ে করেছিলেন। যার নাম জওয়ান ইয়োসেফ , সমকামী পুরুষেরও ইচ্ছা হয় বাবা হওয়ার, সন্তান সুখ উপলব্ধি করার ইচ্ছে তারও হয়েছিল, নিজের সেই ইচ্ছে কে মর্যাদা দেন তিনি ।
তিনি তাঁর এই আশার কথা ২০১০ সালে অপরাহ উইনফ্রেকে জানান
এবং ৪৮ বছর বয়সী এই গায়ক অনেক ভেবে সিদ্ধান্ত নেন সা রো গেসির মাধ্যমে সন্তান নেবেন।

এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের এই সব কথা উল্লেখ করেছিলেন, বর্তমানে রিকি মার্টিন চার সন্তানের পিতা। রিকি মার্টিনের জন্য যে নারী গর্ভে সন্তান বড় করেছিলেন তার সঙ্গে রিকির সাক্ষাৎ ছিল ফোনে, তিনি জানান যে নারী ডিম্ব দেন এবং গর্ভে সন্তান ধারণ করেন তারা কেউই জানতেন না মার্টিন এর কথা। নিজের পরিচয় গোপন রেখেছিলেন তিনি। ওই নারীকে একাজ করার কারণ জিজ্ঞেস করেছিলেন রিকি, উত্তরে সেই নারী জানিয়েছিলেন তিনি একজন আধ্যাত্মিক নারী।
সারোগসির মাধ্যমে নেওয়া তার প্রথম সন্তানের বয়স এখন ১০ বছর। পরে তিনি এই পদ্ধতিতেই আরও তিন সন্তান নেন।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...