Home দেশ চতুর্থ সন্তানের জন্ম দিলেন রিকি মার্টিন ও তার পুরুষ স্ত্রী...

চতুর্থ সন্তানের জন্ম দিলেন রিকি মার্টিন ও তার পুরুষ স্ত্রী…

চার সন্তানের পিতা রিকি মার্টিন বিয়ে করেছিলেন সমকামীকে

দ্য কাপ অফ লাইফ খ্যাত জনপ্রিয় গায়ক রিকি মার্টিনের জীবনের কাহিনী সকলের চেয়ে একটু আলাদা। তিনি নারী নয় এক পুরুষ কে বিয়ে করেছিলেন। যার নাম জওয়ান ইয়োসেফ , সমকামী পুরুষেরও ইচ্ছা হয় বাবা হওয়ার, সন্তান সুখ উপলব্ধি করার ইচ্ছে তারও হয়েছিল, নিজের সেই ইচ্ছে কে মর্যাদা দেন তিনি ।
তিনি তাঁর এই আশার কথা ২০১০ সালে অপরাহ উইনফ্রেকে জানান
এবং ৪৮ বছর বয়সী এই গায়ক অনেক ভেবে সিদ্ধান্ত নেন সা রো গেসির মাধ্যমে সন্তান নেবেন।

এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের এই সব কথা উল্লেখ করেছিলেন, বর্তমানে রিকি মার্টিন চার সন্তানের পিতা। রিকি মার্টিনের জন্য যে নারী গর্ভে সন্তান বড় করেছিলেন তার সঙ্গে রিকির সাক্ষাৎ ছিল ফোনে, তিনি জানান যে নারী ডিম্ব দেন এবং গর্ভে সন্তান ধারণ করেন তারা কেউই জানতেন না মার্টিন এর কথা। নিজের পরিচয় গোপন রেখেছিলেন তিনি। ওই নারীকে একাজ করার কারণ জিজ্ঞেস করেছিলেন রিকি, উত্তরে সেই নারী জানিয়েছিলেন তিনি একজন আধ্যাত্মিক নারী।
সারোগসির মাধ্যমে নেওয়া তার প্রথম সন্তানের বয়স এখন ১০ বছর। পরে তিনি এই পদ্ধতিতেই আরও তিন সন্তান নেন।

- Advertisment -

জনপ্রিয়

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”…

নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড" অনুষ্ঠান। সম্প্রতি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেসেন্ট “ময়ূরপঙ্খী স্টার...

এবার ‘একান্নবর্তী’ পরিবারের গল্প নিয়ে আসছে পরিচালক মৈনাক ভৌমিক….

SVF প্রযোজনায় এবং মৈনাক ভৌমিকের পরিচালনায় আসতে চলেছে 'একান্নবর্তী' ৫১ নয়, এক অন্ন নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্প। এর আগে মৈনাক ভৌমিকের...

‘যকের ধন’, ‘অলিনগরের গোলকধাঁধা’ ‘ব্যোমকেশ’-র পর সায়ন্তন ঘোষালের নতুন থ্রিলার সিরিজ “ইন্দু”

বর্তমানে বাংলা ছবির জগতে থ্রিলারের রমরমা বেশ কিছু বছর ধরেই চলছে। আর যিনি এই থ্রিলার ছবির ধারাকে বজায় রেখেছেন তিনি পরিচালক সায়ন্তন ঘোষাল। এর...

শীঘ্রই আসতে চলেছে কৌন ভাটিয়ার এটিই প্রথম ছবি ‘নাপাক’….

পরিচালক কৌন ভাটিয়ার প্রথম ছবি ‘নাপাক’ নিয়ে আসছে যুদ্ধ থেকে ফেরার গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে 'নাপাক' এর অফিশিয়াল পোস্টার। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে...