Home বিনোদন বৌমা মা হতে অক্ষম, তাই বৌমার খুশির জন্য গর্ভবতী হলেন শাশুড়ি...

বৌমা মা হতে অক্ষম, তাই বৌমার খুশির জন্য গর্ভবতী হলেন শাশুড়ি…

বৌমার খুশির জন্য শাশুড়ি হলেন গর্ভবতী। শুনতে অবাক লাগলেও সত্যি!
বিয়ে হয়েছে বেশ অনেকদিন৷ কিন্তু ঘরে কোনো সুখবর আসছেনা। কবে বাড়িতে নতুন অতিথির আগমন হবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে বাড়ির সকলে। সেই সময় জানা যায় বৌমা সন্তান ধারণে অক্ষম। শাশুড়ি এক উপায় বের করলেন এবং গর্ভবতী হলেন নিজেই।তবে বাস্তব জীবনে নয় টিভির পর্দায় এমন অভিনব কাহিনি নিয়ে আসছে নতুন হিন্দি ধারাবাহিক ‘হামা’রি ওয়ালি গুড নিউজ ‘।

সবসময় নিত্যনতুন কাহিনির চরিত্রে নিজেকে দেখতে পছন্দ করেন ‘কুমকুম’ খ্যাত অভিনেত্রী জুহি পারমা’র। এই ধারাবাহিকে শাশুড়ির চরিত্রেও দেখা যাবে তাকেই। তিনি জানিয়েছেন ‘কুমকুম’ এর পর থেকে একাধিক চিত্রনাট্য পড়লেও তার তেমন ভালো লাগেনি, কিন্তু যখনই তিনি এই ধারাবাহিকের কাহিনি পড়েন তখন তিনি উচ্ছ্বসিত হয়ে যায় কারণ এর কাহিনি একেবারে ভিন্ন।এই ধারাবাহিকে শাশুড়ির চরিত্র রেণু, যে নিজে ভীষণ চ্যালেঞ্জিং মনোভাবের মানুষ। ভগবানের প্রতি যার অগাধ বিশ্বাস, এবং তাই বৌমার খুশির কথা ভেবে সে নিজে কঠিন এবং মহৎ পদক্ষেপ নেয়, জানায় জুহি।নিজের সন্তানকে আর পাঁচ জনের মতোই ভালোবাসে জুহি পারমা’র, তবে সন্তানকে বড় করতে তুলতে তাকে অনেক কঠিনতার সম্মুখীনও হতে হয়। বাস্তব জীবনে সিঙ্গেল মাদার জুহি জানায় সন্তান যখন আলাদা হতে চায় তার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই, কুমকুম এর মতোই এই ধারাবাহিকও সফলতা পাবে বলে আশাবাদী তিনি।
এই ধারাবাহিকে জুহি পারমা’র ছাড়াও দেখা যাবে শক্তি আনন্দ এবং সৃষ্টি জৈনকে।

- Advertisment -

জনপ্রিয়

কথায় আছে, প্রেমের কোনও বয়স নেই। সীমানা নেই

কোনও কিছুই বাধ মানে প্রেমের সামনে। যে কোনও বয়সেই আসতে পারে প্রেম। আর তেমনই এক ছবি উঠে এল উত্তরপ্রদেশের আগরা শহর থেকে।প্রেমিকের বয়স ৮০।...

শাহরুখ খানের নাইট রাইডার্স UAE T20 লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছে

কলকাতার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে আবুধাবি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও পরিচালনার অধিকার অর্জন করেছে। (adsbygoogle...

দার্জিলিং বেড়াতে যাবেন ভাবছেন ? তাহলে অবশ্যই পড়ুন. জুলাই পর্যন্ত বুক সকল হোটেল

"চলো যাই দার্জিলিং "গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।আগামী জুলাই মাস...

মুক্তি পেলো হুলো মেনি ২ এর ট্রেলার, থাকছে নতুন অনেক চমক

সম্প্রতি ১০ ই মে মুক্তি পেলো দেবাঙ্গ পাল পরিচালিত ছবি হুলো মেনি ২ এর ট্রেলার। হুলো মেনি দর্শক মহলে চরম সাফল্য পেয়েছিলো, তার পর...