স্বামী স্ত্রীর অত্যাচারে আহত হলেন তিন মাসের শিশু, অভিযোগের আঙুল মায়ের দিকে
মাঁয়ের বিরুদ্ধে অভিযোগ উঠল তিন মাসের শিশুকে কামড়ে দেওয়ার, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হুগলির পাণ্ডুয়া থানার বৈঁচিগ্রামে।
জানা গেছে অভিযুক্তের বিয়ে হয় বৈঁচিগ্রামের এক ব্যাক্তির সাথে বছর দেড়েক আগে, তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। বিয়ের পর থেকেই চলত স্বামীর অত্যাচার, সন্দেহ বাতিক স্বামীর অত্যাচার চরমে ওঠে মঙ্গলবার রাতে,তখনই এই ঘটনা ঘটে।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মহিলার বাড়ি যায়, এলাকাবাসী জানিয়েছেন শিশুটির শরীরে দাঁতের দাগ থাকলেও সুস্থ আছে শিশুটি।
অভিযুক্তের শাশুড়ি জানিয়েছেন , বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চরমে উঠলে নাতিকে কামড়ে দেয় বৌমা। তবে শাশুড়ির এই অভিযোগ অস্বীকার করেছেন বৌমা। তবে কিকরে শিশুটির পাঁজরে দাগ হল, সে কথা বলেন নি অভিযুক্ত এবং তাঁর স্বামী, কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও
এলাকা বাসীর মন্তব্য লোকজন বলছেন দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে রাগের বহিঃপ্রকাশ করেন ওই মহিলা। তবে গ্রামের লোকজনের আশা এখন এইসব অশান্তি, মারধর বন্ধ হয়ে বাড়িতে ফিরুক শান্তি