সময় বয়ে চলে নিজের গতিতে, এই সময় স্রোত আমাদের অনেক কিছু দিয়ে যায়, কখনও বা অনেককিছু কেড়ে নিয়ে চলে যায়। কিন্তু সেই প্রিয় সময়ের স্মৃতি গুলো ফসিল হয়ে মনের আনাচে কানাচেই বাসা বেধে থাকে। আর মাঝে মাঝে আবেগের শীতল হাওয়ার সেই স্মৃতির বাসায় নাড়া দিয়ে যায় তখন যেন চোখের সামনে ভেসে ওঠে সেই সব হারিয়ে যাওয়া মুহূর্ত গুলো।
দীর্ঘ গৃহবন্দি অসহায় সময় কাটিয়ে ধীরে ধীরে আমরা নতুন ভোরের আলো দেখছি, সামনেই বাঙালীর মহৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজোকে সামনে রেখেই মিউজিকা ক্রিয়েশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো নিলার্ঘ ব্যানার্জির সুরে এবং মহুয়া ব্যানার্জির কণ্ঠে “বধুয়া রে”। গানটি লিখেছেন সুরঞ্জনা ব্যানার্জি। দারুন এই গানটি শুনতে চাইলে ক্লিক করুন নিচের লিঙ্কে।
“বঁধুয়া রে” পুজোর আগেই মুক্তি পেলো মহুয়ার কণ্ঠে প্রেমের গান।
- Advertisment -