শ্রমজীবী হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিল লায়ন্স ক্লাব
বাংলা জুড়ে করোনার জটিল পরিস্থিতিতে প্রত্যেকদিন বেড়ে চলেছে আক্রান্ত সংখ্যা, সেই তালিকায় বাদ পড়েনি হুগলিও। বিগত কয়েকমাস ধরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতাল। ইতিমধ্যে কয়েকশ মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। আর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অক্লান্ত পরিশ্রম করা চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আর তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন বিভিন্ন বেসরকারী ও সামাজিক প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে এগিয়ে এসেছে লায়ন্স ক্লাবও। ক্লাবের পক্ষ থেকে হাসপাতালে এসে তাদের হাতে তুলে দিয়েছে চিকিৎসায় ব্যবহৃত মাস্ক স্যানিটাইজার ও অক্সিমিটার সহ অন্যন্য সামগ্রী। সংস্থার পক্ষে চঞ্চল মুখোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে করোনা আক্রান্তদের জন্য সংস্থাটি যেভাবে কাজ করে চলেছে তার জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত। অন্যদিকে সংস্থার সম্পাদক গৌতম সরকার জানান, লায়ন্স ক্লাবের তরফ থেকে এই সাহায্যে পেয়ে যথেষ্ট ভালো লাগছে। অন্যান্য সংস্থাও সাহায্যে হাত বাড়িয়ে দিলে আমাদের করোনা চিকিৎসায় সুবিধা হবে।