রাজ্যের কর্মহীন যুবক যুবতীরা যাতে আর্থিক ভাবে স্বনির্ভর হতে পারেন সেই উদ্দেশ্যে শুরু করা হয়েছে কর্মসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কেউ যদি নিজস্ব কোম্পানি শুরু করতে চায় তাহলে সর্বাধীক ২ লক্ষ টাকার সহজ শর্তে আর্থিক সাহায্যার্থে ঋণ পাবে রাজ্য সরকারের তরফ থেকে।
এই প্রকল্পে ঋণ পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছর। অর্থমন্ত্রী অমিত মিত্র চলতি অর্থ বছরের রাজ্য বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।
কর্মসাথী প্রকল্পে জেলা ভিত্তিক আবেদন নেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্ন র তরফে। আবেদনকারীদের আবেদন বিচার বিবেচনা করে ঋণের পরিমাণ ঠিক করার জন্য বিশেষ কমিটি তৈরী করা হবে। বিশেষ এই কমিটিতে থাকবেন জেলাশাসক, জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার, মৎস, উদ্যানপালন, কৃষি বিপণন, জেলা হ্যান্ডলুম অফিসার প্রমুখ ব্যাক্তিবর্গ।
কর্মসাথী প্রকল্পটির সূচনা হয়েছে ১৭ সেপ্টেম্বর। বেকার যুবক যুবতী যারা অর্থের অভাবে নিজস্ব কোম্পানি শুরু করতে পারছে না তারা এই ঋণের সুবিধা পেলে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে এই আশাতেই শুরু এই পদক্ষেপ। এমন প্রকল্পের সূচনাতে তাই স্বাভাবিক ভাবেই খুশি কর্মহীন যুবক যুবতীরা।